রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটির তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তবলছড়ি মাস্টার কলোনী এলাকার বাবুল চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী (১৫), অমিত সাহার ছেলে এডিশন সাহা (১৬)।
এ ঘটনায় শিবম দাশ (১৫) নামে আর এক কিশোরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। শিবম ওই এলাকার নয়ন দাশের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আর্ট কাউন্সিল কলোনী সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে স্নান করতে নামে অর্ণব, এডিশন ও শিবম। তারা কেউই সাঁতার জানতো না। এক পর্যায়ে তিন জনই হ্রদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে।
তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন। শিবম দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।