Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পাহাড়ে ধর্ষণের প্রতিবাদে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ss-students-27-8-24
[publishpress_authors_box]

খাগড়াছড়ির রামগড়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, রাঙ্গামাটিতে স্কুলছাত্রী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নারীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলন’।

মঙ্গলবার সকালে জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। এসময় তারা ৮ দফা দাবিও জানায়।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী নিলা চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থী রিপুল চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উক্রাচিং মারমা, সুষ্টন চাকমা, শিক্ষার্থী কিকো দেওয়ান ও সংস্কৃতিকর্মী বিজ্ঞান্তর চাকমা। 

সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে তিন পাহাড়ি নারী-শিশু ধর্ষণ, নিপীড়নের শিকার হলো। সেই ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে এখনও কোনও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই বার বার ধর্ষণের শিকার হতে হচ্ছে পাহাড়ি নারীদের। পার্বত্য চট্টগ্রামের নারীরা আজ নিরাপদ নয়।

তাই অতি দ্রুত ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি তোলেন তারা। এসময় ১৯০০ সালের শাসনবিধি বাতিলের তালবাহানা করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত