দুই কর্মীকে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বুধবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
একই দাবিতে গতকাল মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশ থেকে সাজেক ইউনিয়নে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি সংগঠনটি। গত রোববার ৪ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফকর্মী দীপায়ন চাকমা ও আশীষ চাকমা।
বুধবার অবরোধ চলাকালে সকাল ৯টার দিকে বিবৃতি দিয়ে কর্মসূচিতে পরিবর্তন আনার কথা জানান ইউপিডিএফ সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা। বলা হয়, বিশেষ কারণে কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে (বাঘাইহাট-সাজেক সড়ক) স্থানীয় কোনও যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
দুপুরে আরেক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, অবরোধ সফল করতে সকাল থেকে নেতাকর্মীরা সাজেকের বাঘাইহাট রেতকাবা চৌমুহনী, নন্দরাম, ১৩ কিলো, মাচলং এলাকায় পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। অবরোধের কারণে সড়কে তেমন কোনও যানবাহন চলাচল করেনি। তবে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় পর্যটনগামী গাড়িতে করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
অবরোধ কর্মসূচি পালন করায় ইউপিডিএফ সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা স্থানীয় জনসাধারণসহ যানবাহন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
মাচালংয়ে জোড়া খুনের জন্য প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করলেও জেএসএস অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে খাগড়াছড়িতে দুর্বৃত্তেদের হামলায় ইউপিডিএফের ছয় নেতাকর্মী নিহত হন। সর্বশেষ রাঙামাটিতে গত ৪ ফেব্রুয়ারি খুন হয়েছেন দুইজন। এ নিয়ে দুই মাসে ইউপিডিএফের আট নেতাকর্মী খুন হলেন।