Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জাতীয় লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর

রংপুর
[publishpress_authors_box]

ফাইনালটা এমন হবে তা আশা করেনি কেউ। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ঢাকা মেট্রো অধিনায়ক নাইম শেখও এভাবে ভাবেননি। আগে ব্যাট করে ১৬০-৭০ রান করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটাররা তাকে উপহার দিল ১০০ রান কম।

প্রথম জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে রংপুর বিভাগের বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। এই রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে রংপুর। ১১.২ ওভারে ৫ উইকেটে ৬৫ রান করে উত্তেজনাহীন ফাইনালে শিরোপা জিতেছে তারা।

দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা গেল রংপুরের ঘরে। ২০১৭ সালে বিপিএলের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। সম্প্রতি তারা দেশের বাইরে গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতেছে।

রংপুরের শিরোপা জয়ের দিনে ফাইনাল রাঙিয়েছেন দলটির দুই পেসার মকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু। ঢাকার ব্যাটিং ইনিংসের শুরুতেই তিন ওভারে চার উইকেট নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন প্রতিপক্ষকে। মুকিদুল নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন।

প্রথম ওভারেই প্রথম উইকেট নেন মুদ্ধ। দুর্দান্ত গতির সঙ্গে দুদিকে সুইং করানোর দারুণ দক্ষতা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন এ পেসার। ইমরানুজ্জামান (৪), আমিনুল ইসলাম বিপ্লবকে (০) আউট সুইংয়ে ক্যাচে পরিণত করেন। দুই উইকেটের মাঝে সামনে এগিয়ে আসা পারভেজ হোসেন ইমনকে (৩) ইয়র্কার লেন্থের ডিলেভারিতে বোল্ড করেছেন মুদ্ধ।

এদিকে পুরো আসর জুড়েই রংপুরের বোলিং আক্রমণ সামলানো ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পেসার আলাউদ্দিন বাবুও সুইং ও বোল্ড করার খাতায় নাম তোলেন। ঢাকার অধিনায়ক নাঈম শেখকে (০) আউট সুইং ও গাজী তাহজিবুল ইসলামকে (০) সরাসরি বোল্ড করেন অফস্ট্যাম্প উড়িয়ে। মাত্র ১৬ রানে ৫ উইকেট হারানো ঢাকা এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।

শামসুর রহমানের ১৪ ও আবু হায়দার রনির ১৩ রানে কোন রকমে দলের স্কোর ৫০ পার করায় ঢাকা মেট্রো। মুদ্ধ ও আলাউদ্দিন ৩টি করে উইকেট নেন। একটি করে শিকার রিজওয়ান, আরিফ ও রবিউলের।

রান তাড়ায় নেমে রংপুরও শুরুতে রহস্য স্পিনার আলিস আল ইসলামের বলে দ্রুত উইকেট হারিয়েছেন। আলিস শুরুতেই জোড়া উইকেট নেন। আবদুল্লাহ আল মামুন (২) ও নাঈম ইসলাম (০) ফিরেছেন এই স্পিনারের বলে। এছাড়া রিজওয়ান ৯ রানে আবু হায়দারের বলে বোল্ড ও আকবর আলি রান নিতে গিয়ে বোলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে রান আউট হলে রংপুর বিপদে পড়ে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে।

পঞ্চম উইকেটে রংপুরের অভিজ্ঞ দুই ক্রিকেটার তানবীর হায়দার ও আরিফুল হক জুটি বেঁধে ২৪ রান যোগ করেন। আরিফুল ১৪ রানে ফিরলেও ততক্ষণে অষ্টম ওভারে দলীয় ৪২ রান উঠে আসায় চাপমুক্ত ছিল রংপুর। একপ্রান্ত আগলে তানবীর ৮ ও অপরপ্রান্তে এনামুল হক ৯ বলে ১৪ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন।

পুরো আসরে অপরাজিত থেকে প্লে অফে পা রেখেছিল ঢাকা মেট্রো। এদিকে রংপুর দ্বিতীয় হয়ে প্লে অপে আসে। মুখোমুখি হওয়া প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে আসে রংপুর। কোয়ালিফায়ারের মতো এবারও ঢাকা মেট্রোকে হারিয়েই জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম শিরোপা জয়ী হয়ে থাকল রংপুর বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত