Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সেরা দল নিয়ে গ্লোবাল সুপার লিগে যাচ্ছে রংপুর

rangpur 2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এই প্রথম দেশের বাইরের কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে বাংলাদেশের দল। রংপুর রাইডার্স সেই সুযোগটা সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে চায়। তাই রংপুর প্রস্তুতিটাও হয়েছে ভালো। সেরা দল নিয়ে সেরা ফলের জন্য ঝাঁপাতে চায় দলটি।

শনিবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট জার্সি উন্মোচন করেছে রংপুর। সেখানে নিজেদের সেরা সুযোগটায় সেরা পারফরম করার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, “এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা তো এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পাই না সচরাচর। এখানে অভিজ্ঞতা যেমন হবে দেশকে আলাদা ভাবে রিপ্রেজেন্ট করার সুযোগও থাকবে। তো টুর্নামেন্টটা খেলার জন্য আমরা সবাই রোমাঞ্চিত।”

উইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে হবে পাঁচ দলের টুর্নামেন্টটি। এ মাঠে অনেকবারই খেলেছে বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দলের হয়ে মাঠটিতে খেলেছেন সোহান। সেই অভিজ্ঞতা এ আসরে কাজে লাগাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।  

পাশাপাশি এ আসরের অভিজ্ঞতা সামনে ঘরোয়া টি-টোয়েন্টি ও বিপিএলে খুব কাজে দিবে বলে জানিয়েছেন সোহান, “সেখানে পাঁচটা ভালো মানের দল আছে। সেখানে আমরা খুব ভালো প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে পারবে। সেটা আমাদের এই ক্রিকেটারদের জন্য খুব কাজে লাগবে। কারণ এ বছর আমরা বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারব। দেশে লোকাল টি-টোয়েন্টি আছে এরপর বিপিএল আছে। এ আসরের খেলা সেসবে কাজে লাগবে।”

আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল সুপার লিগ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫ দেশের ৫টা দল। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদি, আফিফ হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড, ওয়েইন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল, খুশদিল শাহ, হারমিত সিং, স্টিভেন টেলর।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত