Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

অ্যাপের যাত্রী সেজে গ্রামে নিয়ে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচরে পুলিশের অভিযানে শনিবার বিকালে গ্রেপ্তার হন অপু মুন্সী ও শাওন হোসেন।
মাদারীপুরের শিবচরে পুলিশের অভিযানে শনিবার বিকালে গ্রেপ্তার হন অপু মুন্সী ও শাওন হোসেন।
[publishpress_authors_box]

রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী সেজে দুই মোটরসাইকেল চালককে ঢাকা থেকে মাদারীপুরের গ্রামে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের অপু মুন্সী (২৪) ও শাওন হোসেন (২২)।              

শিবচর থানা পুলিশ জানিয়েছে, ১৮ জুন ঢাকার লালবাগ কেল্লা এলাকা থেকে পাঠাও অ্যাপের মোটরসাইকেল চালক মো. হাসান আহম্মেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচর যান মহসিন। দুদিন পর হাসানকে আবার ফোন দেন তিনি। পরে আড়াই হাজার টাকা ভাড়ায় তাকে নিয়ে শিবচরের উমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামে যান।

সেখানে পৌঁছানোর পর অপু মুন্সী ও শাওন হোসেনসহ স্থানীয় ৪-৫ জনকে ডেকে দেশি অস্ত্র দেখিয়ে রাইড শেয়ারিং অ্যাপের চালক হাসানকে জিম্মি করে মহসিন। তারা হাসানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

পরে বিকাশের মাধ্যমে হাসানের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে মহসিন ও তার সহযোগীরা। এরপর মোটরসাইকেল রেখে হাসানকে ছেড়ে দেয় তারা।

পরদিন শিবচর থানায় মহসিন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন হাসান।

গত বৃহস্পতিবার একইভাবে মো. আরিফ হোসেন (২৭) নামের পাঠাও অ্যাপের আরেক চালককে ঢাকার কদমতলী থেকে শিবচরের আলীপুর গ্রামে নিয়ে যান মহসিন। এরপর সহযোগীদের নিয়ে আরিফকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। পরে আরিফকে ছেড়ে দিয়ে মোটরসাইকেল রেখে দেয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান, ২১ জুন পাঠাও অ্যাপের চালক হাসানের অভিযোগের পর চক্রটিকে ধরতে অভিযানে নামেন সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী। তার নেতৃত্বে অভিযানে ছিল শিবচর থানা পুলিশের একাধিক দল।

অভিযানের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় শনিবার বিকালে অপু মুন্সী ও শাওন হোসেনকে ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত