Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সিলেটে সড়কে ঝড়ল ৩ প্রাণ 

accident 211024
[publishpress_authors_box]

সিলেটে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকার চামেলিবাগে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া মামার দোকানের সামনে ট্রাকচাপায় এক নারী প্রাণ হারান।

নিহত ওই নারীর নাম আখতারুন্নেসা বেগম (৬৫)। তিনি উপজেলার মোগলাবাজারের কুড়ারিয়ার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেজরটিলা এলাকার চামেলিবাগে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এতে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় জানা যায়নি।

এদিনই সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কের দাসপাড়া মামার দোকানের সামনে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারান নারী।

পুলিশ জানিয়েছে, আখতারুন্নেসা বেগম পীরের বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সড়ক পার হতে গিয়ে তিনি একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যান।

নিহত নারীর মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত