Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

এল ক্লাসিকোর উত্তাপ বোঝালেন রাফিনিয়া

rafinha-4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন রাফিনিয়া। বলতে গেলে ‘নতুন বার্সেলোনার’ আক্রমণভাগের মূল অস্ত্র এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন দুর্দান্ত হ্যাটট্রিকে। এখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে চোখ রাফিনিয়ার।

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন ছাড়ার পর এল ক্লাসিকো জৌসুশ হারিয়েছে। তবে এবারের মৌসুমে বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ আবারও উত্তাপ ছাড়াচ্ছে। যার অনেকটাই আঁচ করা গেছে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে। আগের রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। আর বুধবার রাতে আরেক জার্মান ক্লাব বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

আগামী শনিবার লা লিগায় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। মহারণে কী অপেক্ষা করছে, বায়ার্ন ম্যাচ দিয়ে সেটি বোঝালেন রাফিনিয়া। হ্যাটট্রিকের পর তিনি জানিয়েছেন, উত্তেজনায় ঠাসা এল ক্লাসিকো অপেক্ষা করছে।

৯ বছর পর বায়ার্নকে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের নায়ক রাফিনিয়া বলেছেন, “মাদ্রিদে (মঙ্গলবার) কী ঘটল (চ্যাম্পিয়নস লিগে)। আর আজ (বুধবার) এখানে কী হলো। আপনি নিশ্চয় বুঝতে পারছেন শনিবার (বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ) কী চমৎকার ম্যাচ অপেক্ষা করছে। ক্লাসিকো বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ।”

চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন রাফিনিয়া। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে আগে দলের সাফল্য, “অবশ্যই আনন্দের একটা রাত। আমার কাছে দলের সাফল্যই বড়। এটাই গুরুত্বপূর্ণ। নিজেদের সমর্থকদের সামনে এভাবে জয় উদযাপন, নিঃসন্দেহে বিশেষ কিছু।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত