ইংল্যান্ড ছেড়ে ডাচ ফুটবলে যোগ দিয়েছেন জর্ডান হেন্ডারসন। তবে মার্কাস রাশফোর্ড এখনও প্রিমিয়ার লিগের সঙ্গী। যদিও দুজনকে একই পরিণতি বরণ করতে হলো। ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত ৩৩ জনের প্রাথমিক দলেও জায়াগা হনি এই দুই তারকার।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এবারের মৌসুম একেবারেই ভালো যায়নি রাশফোর্ডের। ৩৩ লিগ ম্যাচে মাত্র ৭ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট তার। ২০২৪ সালে ইংল্যান্ডের জার্সিতে ৭ ম্যাচ খেলা রাশফোর্ড বাদ পড়েছিলেন বেলজিয়ামের বিপক্ষে গত মার্চের লড়াইয়ে। এবার ইউরোর দলেও জায়গা হলো না তার।
এবারের ইউরোর আয়োজক জার্মানি। আগামী মাসের এই টুর্নামেন্ট সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আগামী ৭ জুন ৩৩ জনের এই দল ২৬-এ নামিয়ে আনবেন তিনি। কিন্তু এর আগেই বাদ পড়েছেন বেশ কয়েকজন মুখ। হেন্ডারসন ও রাশফোর্ড ছাড়াও এই তালিকায় রয়েছেন রহিম স্টারলিং, বেন ওয়াইট, জেডন সানচো ও রিস জেমসের মতো তারকারা।
লিভারপুল ছেড়ে আয়াক্সে নাম লিখিয়েছেন হেন্ডারসন। প্রিমিয়ার লিগ ছাড়ার পর ইংল্যান্ড জাতীয় দলের জায়গাও হারালেন এই মিডফিল্ডার। তবে প্রত্যাশিতভাবেই স্কোয়াডে রয়েছেন জুড বেলিংহাম, ফিল ফডেন, হ্যারি কেইন, বুকায়ো সাকা ও জ্যাক গ্রিলিশ।
ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড:
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, জেমস ট্র্যাফোর্ড; ডিফেন্ডার: জ্যারন ব্র্যান্টওয়াইট, লুইস ডাঙ্ক, জো গোমেজ, ম্যাক গুয়েহি, এরজি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জারেল কুয়ানসা, লুক শ, জন স্টোনস, কিয়েরন ট্রিপিয়ার, কাইল ওয়াকাল; মিডফিল্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, কনর গ্যালাগার, কার্টিস জোনস, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম ওয়ারটন; ফরোয়ার্ড: জুড বেলিংহাম, জেরড বাওয়েন, এবেরেচি এজি, ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিনস।