Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ক্রিকেট থেকে রশিদের ‘বিরতি’

r4
[publishpress_authors_box]

একটু যেন দম ফেলা দরকার ছিল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। ছুটে বেড়িয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দম ফেলারই সুযোগ পাচ্ছিলেন না রশিদ খান।

অবশেষে নিজেই বিরতি নিলেন কিছুদিন। রশিদ খেলবেন না শুক্রবার থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। ২০২৪ সালে এমআই নিউ ইয়র্কের সেরা বোলার ছিলেন রশিদ। ৬.১৫ ইকোনমি রেটে নিয়েছিলেন ১০ উইকেট। এই লেগস্পিনারকে এবারের আসরে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

গত আইপিএল যাচ্ছেতাই মৌসুম কেটেছে রশিদ খানের।

সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা রশিদের ওপর ঝড় বইয়ে দিয়েছিলেন ব্যাটাররা। মৌসুম জুড়ে পেয়েছিলেন কেবল ৯ উইকেট। ২০১৭ সালে আইপিএল অভিষেকের পর এবারই প্রথম ১০ উইকেটের কম পেয়েছেন রশিদ। তার ইকোনমি ছিল ৯.৩৪ এবং গড় ৫৭.১১। হজম করেছেন রেকর্ড ৩৩টি ছক্কা, যা আইপিএলের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ। এজন্যই হয়ত সাময়িক বিরতিতে গেলেন রশিদ।

রশিদের পথ ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলছেন না আফগানিস্তানের আরেক ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই। এমআই নিউ ইয়র্কের হয়েই খেলার কথা ছিল তার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত