২০ সেপ্টেম্বর রশিদ খানের জন্মদিন। বিশেষ এই দিনটি দুর্দান্ত বোলিংয়ে উদযাপন করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ের পথে ৫ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। অথচ হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার। যদিও হাল ছাড়েননি। চোট সমস্যার পরও ঘূর্ণি জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন রশিদ।
শারজা ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে পেয়েছে ১৭৭ রানের বড় জয়। আগে ব্যাট করা আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে করেছে ৩১১ রান। এই রান তাড়া করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা। ৩৪.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তেম্বা বাভুমারা করতে পারে মাত্র ১৩৪।
এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে ২-১ ব্যবধানে জিতে নিল আফগানিস্তান। আইসিসি ইভেন্টগুলোতেই কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার স্মৃতি ছিল আফগানদের। এবার বৈশ্বিক প্রতিযোগিতার বাইরে গিয়ে ওয়ানডে সিরিজে প্রথমবার দেখা হয়েছে তাদের।
আরেকটা ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনও ফরম্যাটেই জয় ছিল না আফগানিস্তানের। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে জিতে সেই আক্ষেপ দূর করে ইতিহাস গড়ার পর এবার সিরিজই জিতে নিয়েছে তারা।
এই কীর্তি গড়ার পথে রশিদ পেয়েছেন ৫ উইকেট। ৯ ওভারে ১ মেডেনসহ ১৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। জন্মদিনটা দারুণভাবে রাঙিয়ে নিয়েছেন রশিদ।
ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর এই স্পিনার বলেছেন, “৫ উইকেট… হ্যাঁ আমার হ্যামিস্ট্রিংয়ে সমস্যা হয়েছিল। তবে মাঠে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। একই সঙ্গে দলের জন্য নিজের সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টা করেছি। বড় একটা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ এসেছিল, তাই যে করেই হোক শেষ পর্যন্ত মাঠে থাকতে চেয়েছি।”