ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান ও দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম বিভূষণপ্রাপ্ত রতন টাটা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বুধবার রাতে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, রতন টাটাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। তিনি ছিলেন এক অনন্যসাধারণ নেতা, যার অসীম অবদান কেবল টাটা গ্রুপ নয়, দেশের কাঠামো গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
রতন টাটা সম্পর্কে নটরাজন চন্দ্রশেখরণ বলেন, “টাটা গ্রুপের কাছে তিনি ছিলেন চেয়ারপারসনের থেকেও বেশি কিছু। আমার কাছে তিনি ছিলেন একজন পরামর্শদাতা, পথপ্রদর্শক ও বন্ধু। তার নেতৃত্বে টাটা গ্রুপ শ্রেষ্ঠত্ব, সততা এবং উদ্ভাবনের প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ থেকে বিশ্বব্যাপী নিজেদের বিস্তৃত করেছে। একই সঙ্গে এই গ্রুপ তার দেখা পথে সবসময় নৈতিক মূল্যবোধের প্রতি অটল থেকেছে।”
জনহিতকর কর্মকাণ্ডে রতন টাটার অবদান স্মরণ করে টাটা সন্সের চেয়ারম্যান বলেন, “শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় তার উদ্যোগ গভীর চিহ্ন রেখে গেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করে যাবে।”
রতন টাটার স্বাস্থ্যের অবনতি নিয়ে সম্প্রতি গুঞ্জন ওঠে। কিন্তু সোমবার সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি নিজেই তা উড়িয়ে দিয়ে বলেছিলেন, “বার্ধক্যজনিত ও শারীরিক অন্যান্য কারণে হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছি। আমি ভালো আছি।
“আমার স্বাস্থ্য সম্পর্কিত সাম্প্রতিক গুজব সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি আশ্বস্ত করতে চাই, এই দাবিগুলো ভিত্তিহীন।”
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রতন টাটার শারীরিক অবস্থা গুরুতর ছিল। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন।
শিল্পপতি রতন টাটার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার শোকদিবস ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এদিন রাজ্যের সব সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রতন টাটার মরদেহ দক্ষিণ মুম্বাইয়ে ন্যাশনাল সেন্টার ফর পারফরমিং আর্টস (এনসিপিএ) ভবনে রাখা থাকবে। এরপর শহরের ওয়ারলি এলাকায় তার শেষকৃত্য হবে। সেখানে উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রতন টাটার মৃত্যুর খবর জানাজানির হওয়ার পর ভারতের ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সোশাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “শ্রী রতন টাটাজী ছিলেন দূরদর্শী ব্যবসায়িক নেতা, সহাভূতিশীল ও অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়িক পরিবারে স্থিতিশীল নেতৃত্ব দিয়ে গেছেন।
“বোর্ডরুমের বাইরেও রতন টাটার অবদান লক্ষণীয়। তার নম্রতা, উদারতা ও সমাজকে উন্নত করার প্রতি অবিচল প্রতিশ্রুতির কারণে তিনি বহু মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন।”
রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “রতন টাটা ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। ব্যবসা এবং পরোপকার উভয় ক্ষেত্রেই তিনি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছেন।”