Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অশ্বিনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা

qqq
[publishpress_authors_box]

রাজকোটে রাজত্ব করেছে ভারত। ইংল্যান্ডকে দুমড়ে মুচড়ে সিরিজের তৃতীয় টেস্ট জিতেছে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে।

রাজকোটে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০তম উইকেটের মাইলফলকে পা রাখেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে চলার সময়ই খবর পান তার মা অসুস্থ। ম্যাচে তাই মন বসছিল না ।

গুরুত্বপূর্ণ সময়ে দলের সেরা বোলারটিকে ছেড়ে দেয় ভারত। রাজকোট থেকে মাকে দেখতে চেন্নাই চলে যান অশ্বিন। ফিরে এসে নেন ৫০১তম উইকেট। মাঝখানে কেটে যায় দুঃসহ ৪৮ ঘণ্টা।

এই ৪৮ ঘণ্টা নিয়ে অশ্বিনের স্ত্রী পৃথ্বী ইনস্টাগ্রামে লিখেছেন আবেগি এক বার্তা, ‘‘আমরা হায়দরাবাদে ৫০০ উইকেটের পেছনে ছুটেছি, হয়নি। ভাইজাগেও হয়নি। অনেক মিষ্টি কিনে রেখেছিলাম। সেগুলো তাই ৪৯৯ উইকেটের সময়ই সবাইকে দিয়ে দিয়েছি। এরপর ৫০০ নীরবে এসে চলেও গেছে। ৫০০ আর ৫০১-এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ । তোমাকে নিয়ে আমি অবিশ্বাস্যরকম গর্বিত। আমরা তোমাকে ভালোবাসি।’’

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ভূয়সী প্রশংসা করলেন অশ্বিনের, ‘‘দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে কোনও টেস্টের মাঝে হারানো সহজ ব্যাপার নয়। সেই মুহূর্তে ওর পরিবারের কাছে ফিরে যাওয়াটাই সঠিক ছিল। পরিবারের কাছে গিয়ে আবার দলকে সাহায্য করতে ফিরে আসা, এটা অনেক বড় ব্যাপার। ওর চারিত্রিক দৃঢ়তা এবং ও কী ধরনের মানুষ সেটা এ থেকেই বোঝা যায়। দলের স্বার্থকে সবার আগে রাখে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত