Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক রিমান্ডে

আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক
[publishpress_authors_box]

রাজধানী ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগ নেতা ড. মো. আব্দুর রাজ্জাককে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে দুই দিন মঞ্জুর করে।

আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

ইস্কাটন এলাকা থেকে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ছাত্রজীবনের রাজনীতিতে জড়িয়ে পড়া আব্দুর রাজ্জাক মোট পাঁচবার টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রণালয়টি ভেঙে আলাদা হলে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই আওয়ামী লীগ নেতার রয়েছে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে নেওয়া পিএইচডি ডিগ্রিও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত