নাটক, রোমাঞ্চ, ফিরে আসার গল্প-সবই হল রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে। দুই দল গোল করেছে ৮টি। কখনও এগিয়ে যাচ্ছিল অ্যাতলেতিকো তো কখনও সমতা ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিল রিয়াল। এ যেন মরুর বুকে আরব্য রজনী। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কার্লো আনচেলোত্তির রিয়াল।
ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন দানি কারভাহাল। রিয়ালের ৩টি গোলে অবদান এই রাইটব্যাকের। তিনি নিজে করেছেন একটি, অ্যাসিস্ট একটি, অপর গোলেও রেখেছেন অবদান। কারভাহাল ছাড়া একটি করে গোল আন্তোনি রুডিগার, ফেরলান্দ মেন্দি ও ব্রাহিম দিয়াজের। অ্যাতলেতিকোর দুই গোল মারিও হেরমোসো ও আন্তোয়ান গ্রিয়েজমানের। ম্যাচের অপর দুটি গোল আত্মঘাতি।
বেকেনবাওয়ারকে শ্রদ্ধা কিন্তু…
ম্যাচ শুরুর আগে প্রয়াত জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের আহবান জানানো হয়েছিল। দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর সময় স্ত্রিনে ভেসে উঠে বেকেনবাওয়ারের ছবি। এই সময় হঠাৎ করে দর্শকরা দুয়ো দেওয়া শুরু করলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আয়োজকরা।
Scène DÉGOÛTANTE ! 🤬
— Univers Bayern (@UniversBayern) January 10, 2024
Des fans d'Arabie saoudite sifflent pendant une minute de silence pour Franz Beckenbauer avant Real Madrid contre l'Atletico Madrid !
pic.twitter.com/qTm3vredtC
৪০ বছর পর
অ্যাতলেতিকোর রক্ষণ এমনিতেই বিশ্বের অন্যতম সেরা। সেই দেয়াল ধসিয়ে ১৯৮৩ সালের পর গতরাতেই প্রথম কোনো স্বীকৃত ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে অন্তত ৫ গোল করল রিয়াল। অর্থাৎ ৪০ বছর পর মাদ্রিদ ডার্বিতে ৫ গোল রিয়ালের।
‘মিস্টার চিপ’ জানাচ্ছে, মাদ্রিদ ডার্বিতে ১৯৫০ সালের পর এবারই হল অন্তত ৮ গোল। ’৫০-এর ১২ নভেম্বরের ৯ গোলের ম্যাচে রিয়াল হেরেছিল ৩-৬’এ।
খুশি দুই কোচই
সৌদি আরবের রিয়াদে ৮ গোলের রোমাঞ্চ জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিতের পর আনচেলোত্তির স্বস্তি, ‘‘অসাধারণ। এমন ম্যাচ আমরা উপভোগ করি না। অনেক বেশি ধকল যায়। মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে দিয়েছে শক্তিশালী দুই দল।’’
Madrid is Real 🤍 Real Madrid 5-3 Atlético. Vamos Real! 💪🏽 We’re in the final of the 🇪🇸Super Cup! Thank you @emirates for the amazing opportunity ❤️#VamosMadrid #FlyBetter #supersupercopa pic.twitter.com/Fquk9zCWQt
— Svetlana (@laneksa7) January 10, 2024
এমন ম্যাচে হেরেও তাই হতাশায় ভেঙে পড়ছেন না অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘‘আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। ফলটা দুর্ভাগ্যজনক তবে ওরা খুব ভালো খেলেছে।’’
গ্রিয়েজমানের রেকর্ড
ষষ্ঠ মিনিটে মারিও হেরমোসোর হেডে এগিয়ে গিয়েছিল অ্যাতলেতিকো। ২০ মিনিটে লুকা মডরিচের কর্নার থেকে আন্তোনি রুডিগারের গোলে সমতায় ফেরে রিয়াল। ২৯ মিনিটে ফেরলান্দ মেন্দির গোলে এগিয়ে যায় তারা। ৩৭ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান আন্তোয়ান গ্রিয়েজমান। অ্যাতলেতিকোর ইতিহাসে লুইস আরাগোনাসকে টপকে সর্বোচ্চ গোলদাতা এখন গ্রিয়েজমান। তার গোল ১৭৪টি।
দুই আত্মঘাতি গোলে রংবদল
৭৮ মিনিটে রুডিগারের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল অ্যাতলেতিকো। গোলকিপার কেপা আরিজাবালাগার অনেকখানি দায় ছিল তাতে। ৮৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের শট রুখে দেওয়ার পর ফিরতি বলে গোল করে ৩-৩ করেন কারভাহাল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১১৬ মিনিটে স্টেফান সাভিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। ১২০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে প্রতি–আক্রমণ থেকে ৫-৩ গোলের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।
পোস্টে রিয়ালের শট ২২টি
রিয়াল মাদ্রিদের দখলে বল ছিল ৫৬.৪ শতাংশ, অ্যাতলেতিকোর ৪৩.৬ শতাংশ। পোস্টে রিয়ালের শট ২২টি, এর ১১টি ছিল লক্ষ্যে। অ্যাতলেতিকো ১১ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৬টি। অ্যাতলেতিকো ফাউল করেছে ১৯টি আর রিয়াল ১০টি। এমন উত্তেজনার ম্যাচেও হলুদ কার্ড ছিল কেবল একটিই।