Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

জয়ে শেষ রিয়ালের হারে বার্সার

শেষ ম্যাচে চেলসিকে হারিয়েছে রিয়াল। ছবি : এক্স
শেষ ম্যাচে চেলসিকে হারিয়েছে রিয়াল। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মৌসেুমের প্রস্তুতিতে এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল লা লিগার সবচেয়ে সফল দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সফরের শেষটা দুই রকম হলো দুই দলের।

কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে ছাড়া খেলা রিয়াল ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। আর লামিনে ইয়ামাল, পেদ্রিহীন বার্সা এসি মিলানের সঙ্গে ২-২ সমতার পর টাইব্রেকারে হারে ৪-৩ ব্যবধানে।

রিয়ালের ৩ ম্যাচ

রিয়াল ০ : ১ মিলান

রিয়াল ১ : ২ বার্সেলোনা

রিয়াল ২ : ১ চেলসি

বার্সেলোনার ৩ ম্যাচ

বার্সা ২ (৪) : ২ (১) ম্যানসিটি

বার্সা ২ : ১ রিয়াল

বার্সা ২ (৩) : ২ (৪) মিলান

চেলসির বিপক্ষে ১৯ মিনিটে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। ৩৯ মিনিটে এক গোল ফেরান মাদুকে। বিরতির পর আর গোলের দেখা পায়নি দুই দল।

জোড়া গোল করেছেন লেভানদোস্কি।

রিয়াল প্রথম দুই ম্যাচে হেরেছিল মিলান ও বার্সার সঙ্গে। আর বার্সেলোনা টাইব্রেকারে ম্যানসিটিকে হারানোর পর ২-১ গোলে হারিয়েছিল রিয়ালকে। তবে শেষ ম্যাচে টাইব্রেকারে মিলানের কাছে হারল ৪-৩ ব্যবধানে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা ছিল ম্যাচ।

বার্সার হয়ে জোড়া গোল করেছিলে রবার্ট লেভানদোস্কি। মিলানের হয়ে দুই গোল ইয়োভিক ও পুলিসিকের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত