আতলতিকো মাদ্রিদ বাধা পার করেছে রিয়াল মাদ্রিদ। চ্যম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নাটকীয় টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ আটের লড়াইয়েও বড় পরীক্ষার সামনে রিয়াল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ আর্সেনাল। অন্যদিকে বার্সেলোনাকে পেরোতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের বাধা।
বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপোলিতানোয় মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। নগরপ্রতিপক্ষের মাঠে ২৭ সেকেন্ডে পিছিয়ে পড়া রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি। তবে টাইব্রেকারে জিতে টিকে গেছে চ্যাম্পিয়নস লিগে। রিয়াল কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই শেষ আট নিশ্চিত করে আর্সেনাল।
আসলে ইংলিশ ক্লাবটি শেষ ষোলোর প্রথম লেগেই কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিত করে রেখেছিল। পিএসভি আইন্দহোভেনের মাঠ থেকে গানাররা ফিরেছিল ৭-১ গোলের বিশাল জয় নিয়ে। ফলে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামের ফিরতি লেগ ২-২ গোলে ড্র করলে ৯-৩ অগ্রামিতায় শেষ আটে পৌঁছে গেছে আর্সেনাল। বিশাল জয়ের আত্মবিশ্বাস নিয়ে রিয়ালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি।
৭ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য নেবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে ১৪ এপ্রিল।
এদিকে বার্সেলোনা আগের দিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। তবে শেষ আটের প্রতিপক্ষ পেয়েছে বুধবার। সেমিফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে লিলের মাঠে ২-১ গোলে জিতেছে ডর্টমুন্ড। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোস। ৭ এপ্রিল বার্সোলোনা প্রথম লেগ খেলবে ঘরের মাঠে। ফিরতি লেগে ১৪ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে আতিথ্য নেবে কাতালানরা।
কোয়ার্টার ফাইনালের অন্য দুই ম্যাচও উত্তেজনা ছড়াচ্ছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা। আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ:
রিয়াল মাদ্রিদ-আর্সেনাল
বার্সেলোনা-বরুসিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
প্যারিস সেন্ত জার্মেই-অ্যাস্টন ভিলা