ফল
রিয়াল ৩ : ০ ভায়াদোলিদ
আতলেতিকো ৩ : ০ জিরোনা
আলাভেস ০ : ০ বেতিস
লেগানেস ২ : ১ লাস পালমাস
এমনি এমনি তো বিস্ময় বালক বলা হয় না এনদ্রিককে। ব্রাজিলের জার্সিতে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন ওয়েম্বলিতে। এবার রিয়াল মাদ্রিদের হয়েও অভিষেক রাঙালেন ঐতিহাসিক গোলে। ৮৬ মিনিটে এমবাপ্পের বদলি হয়ে নেমে খেলেছেন ১০ মিনিট।
ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে এনদ্রিক করেন অসাধারণ এক গোল। ব্রাহিম দিয়াসের পাস পেয়েছিলেন বক্সের বাইরে। প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন এনদ্রিক।
তাতে লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় রিয়াল। অপর দুটি গোল ফেদে ভালভের্দে (৫০ মিনিট) ও ব্রাহিম দিয়াজের (৮৮ মিনিট)। প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল।
এনদ্রিক গোল করলেন ১৮ বছর ৩৫ দিন বয়সে, লা লিগা ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার হিসেবে গোল পেলেন তিনি। একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে লস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এনদ্রিক।
এনদ্রিককে প্রশংসায় ভাসালেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি, ‘‘ও হচ্ছে পেনাল্টি বক্স ফরোয়ার্ড। অল্প জায়গা পেলে ও ভীষণ ভয়ঙ্কর।’’
লা লিগায় টানা দুই ম্যাচ গোলহীন কিলিয়ান এমবাপ্পে। পজেশন বদলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোতেই কী গোল পাচ্ছেন না তিনি? আনচেলোত্তি অভিযোগটা মানছেন না, ‘‘তিনটা সুযোগ পেয়েছিল এমবাপ্পে। এই পজিশনেও গোল পাবে ও। বাম বা ডান প্রান্তে খেলতে হবে এমন কোন কথা নেই। ও ভীষণ দ্রুত, বল ছাড়াও খুব ভালো মুভ করতে পারে।’’
লা লিগার অপর ম্যাচে গতবারের বিস্ময় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেজ গোল পাননি এই ম্যাচেও। একটি করে গোল আন্তোয়ান গ্রিয়েজমান, মার্কোস লরেন্তে ও কোকের।