Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
উয়েফা সুপার কাপ আজ

এমবাপ্পের অভিষেকে রেকর্ডের হাতছানি রিয়ালের

rt6
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। পিএসজির হয়ে জিতেছেন ঘরোয়া শিরোপার সবগুলো। আক্ষেপ শুধু একটা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপের সবচেয়ে মর্যাদার শিরোপাটা না জেতায় উয়েফা সুপার কাপের স্বাদও পাওয়া হয়নি কিলিয়ান এমবাপ্পের।

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে আজ সেই আক্ষেপ মেটানোর সুযোগ এমবাপ্পের (বাংলাদেশ সময় রাত ১টা, দেখাবে সনি স্পোর্টস টেন-২)। ফ্রান্সের অধিনায়ক রিয়ালে যোগ দেওয়ার পর মাঠে নামেননি এখনও। আতালান্তার বিপক্ষে সুপার কাপেই অভিষেক হবে তার (ম্যাচটা খেলে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা জয়ীরা)।

একাদশ কেমন হবে সেই ঘোষণা ম্যাচের আগের দিন দেননি কোচ কার্লো আনচেলোত্তি। সংবাদ সম্মেলনে এমবাপ্পের খেলার সম্ভাবনা নিয়ে শুধু জানালেন, ‘‘ ভালোভাবেই এসেছে এমবাপ্পে, যেভাবে বাকিরাও যোগ দিয়েছে গত সপ্তাহে। ওর অবস্থা বেশ ভালো, ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই খেলতে পারে।’’

রিয়ালের ছক

আনচেলোত্তি কিছু না জানালেও ধারণা করা হচ্ছে রিয়াল খেলবে ৪-৩-৩ ছকে। ফরোয়ার্ডে থাকবেন ভিনিসিয়ুস, এমবাপ্পে আর রোদ্রিগো। মাঝমাঠে বেলিংহাম, চুয়ামেনি ও ভালভের্দে। আর রক্ষণে কারভাহাল, মিলিতাও, রুদিগার ও মেন্দি।

খেলতে পারতেন কামাভিঙ্গাও। কিন্তু অনুশীলনে চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছেন তিনি। সেই ইনজুরি নিয়ে, ‘‘এমন কিছু কখনও দেখিনি’’ বলে ক্ষোভ ঝেড়েছেন আনচেলোত্তি। এনদ্রিক ও ‘তুরস্কের মেসি’ আর্দা গুলের নিয়ে আনচেলোত্তি জানালেন, ‘‘ওরা খুব দ্রুত শিখছে। ভিনিসিয়ুস, রোদ্রিগা, বেলিংহামকে আর তরুণ বলা যাচ্ছে না, এটা মজার (এনদ্রিক, গুলেরের জন্য)।’’

বার্সা-মিলানকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ শিরোপা রিয়াল মাদ্রিদের। তবে সুপার কাপ ৫ বার জিতেছে তারা। সমান পাঁচটি শিরোপা আছে এসি মিলান ও বার্সেলোনারও। আজ আতালান্তাকে হারাতে পারলে রেকর্ড ষষ্ঠবার সুপার কাপ জিতবে রিয়াল। এছাড়া লিভারপুল ৪বার আর আতলেতিকো মাদ্রিদ জিতেছে তিনবার।

মদ্রিচ-কারভাহাল-আনচেলোত্তির ৫

চারবার করে সুপার কাপ জয়ের রেকর্ড আছে দানি আলভেস, করিম বেনজিমা, দানি কারভাহাল, টনি ক্রুস, পাওলো মালদিনি ও লুকা মদ্রিচ। আজ চ্যাম্পিয়ন হলে পাঁচবার শিরোপাটা জেতার কীর্তি গড়বেন মদ্রিচ ও কারভাহাল।

কোচ হিসেবে যৌথ সর্বোচ্চ চারবার করে ট্রফিটা জিতেছেন পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তি। আজ গার্দিওলাকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি রিয়ালের।

পেনাল্টির ফয়সালা

পিএসজি আর ফ্রান্সে নিয়মিতই পেনাল্টি নেন এমবাপ্পে। ইংল্যান্ডে বেলিংহাম পেনাল্টিতে ভরসার নাম। ফেদে ভালভের্দে, ভিনিসিয়ুস জুনিয়রাও পেনাল্টিতে অসাধারণ। তাহলে রিয়ালের হয়ে পেনাল্টি নিবেন কে?

কোচ আনচেলোত্তি জানালেন, ‘‘এমবাপ্পে পেনাল্টি নেয়, এটা খুব ভালো পারে সে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে বেলিংহাম । ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় অসাধারণ ছিল। আমাদের পেনাল্টি নেওয়ার অনেকে আছে। একজনকেই বেছে নিতে হবে আমাকে। আমি এমন কাউকেই নির্বাচন করব যে খেলবে শুরু থেকে।’’

আন্ডারডগে স্বস্তি আতালান্তার

গত ইউরোপায় আন্ডারডগ ছিল আতালান্তা। সেই তারাই একে একে সবাইকে চমকে ফাইনালে হারায় বেয়ার লেভারকুসেনকে। আজ রিয়ালের বিপক্ষেও ফেবারিট নয় তারা। তাতে বরং স্বস্তি কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির, ‘‘ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল দলটির বিপক্ষে একটা ফাইনাল খেলছি। অবশ্যই আমরা আন্ডারডগ। তবে কিছু হারানোর নেই বলে সবাই নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত