Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রিয়ালে পেরেজের ৬০তম শিরোপা

বাস্কেটবলের ফাইনালে বার্সেলোনাকে হারানোর পর পেরেজের সঙ্গে খেলোয়াড়রা। ছবি : এক্স
বাস্কেটবলের ফাইনালে বার্সেলোনাকে হারানোর পর পেরেজের সঙ্গে খেলোয়াড়রা। ছবি : এক্স
[publishpress_authors_box]

রিয়াল মাদ্রিদ শুরু থেকেই স্পেনের অভিজাতদের ক্লাব। ফ্লোরেন্তিনো পেরেজ প্রেসিডেন্ট হওয়ার পর তাতে যোগ করেছেন ভিন্ন মাত্রা। শুধু কাড়ি কাড়ি ইউরো খরচে তারকা খেলোয়াড়ই আনেননি, ক্লাবকে পৌঁছে দিয়েছেন সাফল্যের শিখরে।

এমনই আরেক সাফল্যের দেখা পেলেন কাল (রবিবার) রাতে। লা লিগায় ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও বাস্কেটবলে রিয়াল মাদ্রিদ জিতেছে শিরোপা। কোপা দেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়েছে ৯৫-৮৬ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটা রিয়ালের ২৯তম শিরোপা।

ফ্লোরেন্তিনো পেরেজ রিয়ালের প্রেসিডেন্ট হওয়ার পর ফুটবল ও বাস্কেটবল মিলিয়ে জিতলেন ৬০তম শিরোপা। ফুটবলে জিতেছেন ৩৩টি আর বাস্কেটবলে ২৭টি। রবিবার জয়ের পর খেলোয়াড়রা তাকে মধ্যমণি করে তোলেন সেলফি।

শিরোপা হাতে গর্বিতও ছিলেন পেরেজ, ‘‘৬০ শিরোপা হয়ে গেল, মানে বুড়িয়ে যাচ্ছি! আমি প্রেসিডেন্ট হওয়ার পর প্রতি বছরই কোন না কোন শিরোপা জিতছে রিয়াল। এটা গর্বের। আর ফাইনালে না হারাটা তো ডিএনএতেই আছে রিয়ালের। এই ধারাটা আমরা ধরে রাখতে চাই।’’

২০০০ থেকে ২০০৬ পর্যন্ত প্রথম দফা প্রেসিডেন্ট থাকার সময় ব্রাজিলিয়ান রোনালদো, ফ্রান্সের জিদান, পর্তুগালের ফিগো, ইংল্যান্ডের বেকহামকে এনে রিয়ালে শুরু করেছিলেন ‘গ্যালাকটিকো’ যুগ। ২০০৯ সালে দ্বিতীয় দফা ফিরেও নিয়ে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, কাকা, বেনজেমাদের মত তারকাদের।

বাস্কেটবলেও সময়ের সেরা খেলোয়াড়রা খেলেন রিয়ালে। তাই সাফল্যের শিখরে পৌঁছেছে তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত