Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

জয়ে ফিরল রিয়াল, হোঁচট বার্সেলোনার

real final
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসে আগের ম্যাচেই হেরেছিল রিয়াল মাদ্রিদ। হতাশা কাটিয়ে জ্বলে উঠলেন তিনি। জাদু দেখালেন জুড বেলিংহাম- আর্দা গুলেরও। তাতে জিরোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল। তবে দুবার এগিয়েও জিততে পারেনি বার্সেলোনা। বেতিসের সঙ্গে ২-২ গোলের ড্রতে মাঠ ছেড়েছে তারা। লাল কার্ড দেখেছেন কোচ হান্সি ফ্লিক।

লা লিগায় ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে এক নম্বরে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। নিজেদের পরের ম্যাচ জিতলে শীর্ষস্থান ফিরে পাবে আনচেলোত্তির দল।

লা লিগার ফল

বেতিস ২ : ২ বার্সেলোনা

জিরোনা ০ : ৩ রিয়াল

ভ্যালেন্সিয়া ০ : ১ ভায়েকানো

জিরোনার মাঠে বেলিংহামের গোলে রিয়াল এগিয়ে যায় ৩৬ মিনিটে। জিরোনার খেলোয়াড়রা ডিবক্সে বল বিপদমুক্ত করতে না পারায় ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এ নিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করলেন বেলিংহাম।

৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে দারুণ গতিতে বল ধরে বক্সে ঢুকে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ‘তুরস্কের মেসি’ খ্যাত এই তরুণ।

৬২ মিনিটে মদ্রিচের পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। এটা রিয়ালের হয়ে তার ১১তম গোল।ক্লাব ক্যারিয়ারে এটা তার ২০০তম গোল। এর কিছুক্ষণ আগে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বেলিংহাম। ম্যাচ শেষে কোচ আনচেলোত্তি জানিয়েছেন, তার চোট গুরুতর নয়।

অপর ম্যাচে বেতিসের মাঠে  প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে পোস্টে ৯ শট নিয়েছিল বার্সা। তবে লক্ষ‍্যে ছিল তিনটি। বলের দখল কম থাকলেও ১২ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে মানুয়েল পেল্লিগ্রিনির বেতিস। তারা অসংখ্য সুযোগ নষ্ট না করলে হারতেও পারত বার্সা।

 দ্বিতীয় মিনিটেই কর্নারের পর চিমি আভিলার হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রাফিনিয়া। পরের মিনিটে বার্সা গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি আব্দে। উল্টো ৩৯তম মিনিটে জুলস কুন্দের দারুন ক্রসে বার্সাকে এগিয়ে নেন রবার্ট লেভানদোস্কি। এবারের লা লিগায় এটা তার ১৬তম গোল।

এবারের লা লিগায় নিজের ১৬তম গোল করেছেন লেভানদোস্কি, তবে জেতাতে পারেননি দলকে।

৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান লো সেলসো। বার্সা থেকে ধারে বেতিসে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকেকে ফ্রেংকি ডি ইয়ং ফাউল করায় ভিএআর মনিটরে লম্বা সময় ধরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি আর লাল কার্ড দেখান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে।

৮২তম মিনিটে লামিনে ইয়ামালের অসাধারণ পাসে ফেররান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ইতর রুইবালের ক্রসে আসানে দিয়াও গোল করলে ২-২ সমতায় মাঠ ছাড়ে বার্সা-বেতিস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত