Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এক ভিনিসিয়ুসেই ধরা বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সুপার কাপের শিরোপা উদযাপন। ছবি: টুইটার
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সুপার কাপের শিরোপা উদযাপন। ছবি: টুইটার
[publishpress_authors_box]

চোটের কারণে খুব ভুগেছেন। মাঠে যে সময়টা ছিলেন, গোল পাচ্ছিলেন না। হয়তো এল ক্লাসিকোর জন্যই সব জমা রেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান হৃদয়ের মণিকোঠায় সাজিয়ে রাখার মতো একটি রাত পার করলেন। যেখানে চেয়ে চেয়ে দেখল শুধু বার্সেলোনা। ব্রাজিলিয়ান উইঙ্গারের দুর্দান্ত হ্যাট্রটিকে আক্ষরিক অর্থেই উড়ে গেছে কাতালানরা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। একদিকে শিরোপা, অন্যদিকে মর্যাদার লড়াই। দুটোই নিজের করে নিলেন ভিনিসিয়ুস। রবিবার রাতে তার হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

সৌদি আরবের আল আওয়াল স্টেডিয়ামে এক ভিনিসিয়ুসের কাছেই হেরেছে বার্সেলোনা। মরুর বুকে উত্তপ্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই আদায় করে নেন হ্যাটট্রিক। চলতি শতাব্দীতে এ নিয়ে পঞ্চমবার এল ক্লাসিকোতে দেখা মিলল হ্যাটট্রিকের। আর রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক পূরণ করলেন ভিনিসিয়ুস। তার আগে এই শতাব্দীতে সাদা জার্সিতে একমাত্র হ্যাটট্রিক ছিল করিম বেনজেমার।

রিয়াল-বার্সা ম্যাচ মানেই আগুনে উত্তাপ। পৃথিবীর যে প্রান্তেই হোক, উত্তেজনায় থাকে ঠাসা। সৌদির স্প্যানিশ সুপার কাপেও সেটি দেখা মিলল আরেকবার। কিন্তু ভিনির জাদুকরী পারফরম্যান্সে শুরুতেই এলোমেলো বার্সেলোনা! সপ্তম মিনিটেই লস ব্লাঙ্কোস এগিয়ে যায় ব্রাজিলিয়ান তারকার প্রথম গোলে। মিনিট তিনেক পর আবারও গোল উদযাপন ভিনিসিয়ুসের। স্কোরলাইন তখন রিয়াল ২-০ বার্সেলোনা।

প্রথম ১০ মিনিটের পারফরম্যান্সে বার্সেলোনার ছিটকে যাওয়ার চিত্রই ফুটে ওঠে। তবে হাল ছেড়ে দেয়নি জাভির দল। রিয়াল ২ গোলে এগিয়ে থাকায় অনেকটা রক্ষণাত্মক হয়ে খেলতে থাকে। সঙ্গে অপেক্ষা করে কাউন্টার অ্যাটাকের। বিপরীতে খেলায় ফিরতে মরিয়া বার্সেলোনা বারবার রিয়ালের রক্ষণ ভেদ করার চেষ্টা করতে থাকে। ৩৩ মিনিটে সফলও হয়। রবার্ত লেভানদোভস্কির গোল উত্তেজনা ফেরায় এল ক্লাসিকোতে।

যদিও সেই উত্তেজনা স্থায়ী হতে দেয়নি রিয়াল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়ুস হ্যাটট্রিক পূরণ করলে মাদ্রিদের ক্লাবটি এগিয়ে যায় ৩-১ গোলে।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা চেষ্টা করেছে। নিজেদের পাসিং ফুটবলে আক্রমণে উঠেছে। কিন্তু ফুল ফুটাতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে আরেক ব্রাজিলিয়ান রোদ্রিগো জাল খুঁজে নিলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কাতালানরা। সেই হতাশাতেই কিনা রোনাল্দ আরাউহো লাথি মেরে বসেন ভিনিসিয়ুসকে। ৭১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে উরুগুইয়ান ডিফেন্ডার মাঠ ছাড়লে ম্যাচের আর অবশিষ্ট থাকে না কিছু। ১০ জনের দল নিয়ে কি আর রিয়ালের সঙ্গে জেতা যায়!

বার্সেলোনা পারেনি। ভাগ্য ভালো ব্যবধান আর বাড়েনি। তবে এল ক্লাসিকোতে বড় হারে লজ্জায় মুখ লুকাতে হয়েছে তাদের। অন্যদিকে ভিনির আলোয় আলোকিত রিয়াল ঘরে তুলেছে স্প্যানিশ সুপার কাপের ১৩ নম্বর ট্রফি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত