Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
চ্যাম্পিয়নস লিগ

নাটকীয় টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

real madrid-678
[publishpress_authors_box]

হুলিয়ান আলভারেসের পা ফসকানোতেই কি ছিটকে গেল আতলেতিকো মাদ্রিদ? পেনাল্টি শুটআউটের ওই গোলটি বহাল থাকলে ফল তো অন্যরকমও হতে পারতো! হয়তো হতো। তাতে থোরাই কেয়ার রিয়াল মাদ্রিদের! চরম নাটকীয় টাইব্রেকারে নগরপ্রতিপক্ষ আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোয় শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর আগের লেগ রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে। ফলে নির্ধারিত সময় শেষে দুই লেগ থাকে ২-২ সমতায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হলে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ম্যাচে গোল করতে না পারলেও এখানে জয়ের হাসি রিয়ালের। টাইব্রেকার ৪-২ গোলে জিতে লস ব্লাঙ্কোস নিশ্চিত করেছে শেষ আট।

১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করেছিল আতলেতিকো। এই ব্যবধান প্রথম মিনিটেই ঘুচিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দর্শকেরা ঠিকঠাক নড়েচড়ে বসারও সময় পাননি। ওইসময়ই গোল করে আতলেতিকোকে এগিয়ে নেন কোনোর গালাঘার। ম্যাচের সময় পেরিয়েছে তখন মোটে ২৭ সেকেন্ড।

ওয়ান্দা মেত্রোপোলিতানোয় এরপর আর কোনও গোল হয়নি। ১২০ মিনিটে লড়াইয়ে আক্রমণ-পাল্টাআক্রমণ, সুযোগ তৈরি, সুযোগ মিসের মুহূর্ত এসেছে, তবে গোল হয়নি। উত্তেজনা সব জমা ছিল টাইব্রেকারে। এখানে আলভারেসের শট বাতিল ও মার্কোস ইয়োরেন্তের মিসে বেদনায় নীল আতলেতিকো।

প্রথম শট নিতে আসা কিলিয়ান এমবাপ্পে সহজেই জাল খুঁজে নেন। আতলেতিকোর হয়ে প্রথম শট নেওয়া আলেক্সান্ডার সোলোতেরও ভুল হয়নি। রিয়ালের দ্বিতীয় শট নেওয়া জুড বেলিংহামও সফল। অন্যদিকে আতলেতিকোর দ্বিতীয় শট নেওয়া আলভারেসও বল জালে জড়ালেন। বৈধ গোল ধরলেন রেফারি। কিন্তু বিপত্তি ঘটল খানিক পর। যখন ভিএআর চেকে জানা গেল, আলভারেসের গোলটি হয়নি!

শট নেওয়ার সময় পা স্লিপ করেও বল লক্ষ্যভেদ করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু পা ফসকানোর কারণে বলে দুইবার ছোঁয়া লাগে তার পায়ের। ‘ডাবল টাচ’ হওয়ার কারণে তার শট ও গোল বাতিল হয়। পিছিয়ে পড়ে আতলেতিকো। এই ব্যবধান অবশ্য লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে মিটিয়েছিলেন ইয়ান ওবলাক। তবে ইয়োরেন্তের মিস ও আন্টোনিও রুডিগালের লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাতে রিয়াল মাদ্রিদ।

অবিশ্বাস্য নাটকীয়তায় টাইব্রেকার জিতে শিরোপা ধরে রাখার মিশনে টিকে থাকল রিয়াল। একইসঙ্গে আরেকবার প্রমাণ করল, কেন তারা চ্যাম্পিয়নস লিগের রেকর্ড শিরোপাজয়ী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত