Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, পুরস্কার নেওয়ার কেউ নেই

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ছবি: এক্স
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সেরা ক্লাব হিসেবে ঘোষণা করা হলো রিয়াল মাদ্রিদের নাম। ব্যালন ডি’অর অনুষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে গত মৌসুমের সাফল্য চিত্র তুলে ধরা হলো দলটির। কিন্তু পুরস্কার নেওয়ার কেউ নেই। রিয়াল মাদ্রিদের কেউ যে আসেনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে! ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজিত অনুষ্ঠান আগেই বয়কট করেছে মাদ্রিদের ক্লাবটি।

এবারের ব্যালন ডি’অর জয়ে ফেভারিট ধরা হচ্ছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। কিন্তু অনুষ্ঠানের আগে রিয়াল মাদ্রিদ জানতে পারে, পুরস্কারটি জিতছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিজয়ী নির্ধারণের মানদণ্ড সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় রিয়াল।

রিয়াল মাদ্রিদ নাকি জানতে পেরেছে এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রোদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের জার্সিতে ইউরো জয়ের কারণে স্প্যানিশ মিডফিল্ডারের হাতে উঠতে যাচ্ছে পুরস্কারটি। যদি এই মানদণ্ডে রোদ্রি ব্যালন ডি’অর জেতেন, তাহলে পুরস্কারটি দানি কারভাহালের জেতা উচিত বলে মনে করেছে রিয়াল। কারণ ডিফেন্ডার কারভাহাল রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরোও জিতেছেন।  

বার্তা সংস্থা এএফপিকে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছিল, মানদণ্ডের বিচারে ভিনিসিয়ুস জুনিয়রকে যদি ব্যালন ডি’অর না দেওয়া হয়, তাহলে সেই মানদণ্ডের বিবেচনায় পুরস্কারটি পাওয়া উচিত দানি কারভাহালের।

রিয়াল কর্তৃপক্ষ জানায়, “পুরস্কার দেওয়ার মানদণ্ডের ভিত্তিতে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারভাহালকে বিজয়ী চিহ্নিত করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর-উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।”

যদিও ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ এএফপিকে নিশ্চিত করেছে, এবারের পুরস্কার কে জিতবেন, সেটা পুরোপুরি গোপন রেখেছে তারা। সংবাদ মাধ্যমে যেন আগেভাগেই বিজয়ীর নাম ফাঁস না হয়, সেজন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত ৩০ খেলোয়াড়ের সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত