Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভিনিসিয়ুসের ‘বিরল’ পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এক্স
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগে ২ গোলে পিছিয়ে পড়েও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানো এই জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত হ্যাটট্রিকে আরেকবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবারের ভিনির পারফরম্যান্স কোচ কার্লো আনচেলত্তির চোখে ‘বিরল’।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ডর্টমুন্ডের চমৎকার পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় হার উঁকি মারছিল তাতে। তবে দ্বিতীয়ার্ধে ৫ গোল করে ৫-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস।

চাপের মধ্যে থাকা ম্যাচ জাদুকরী পারফরম্যান্সে বের করে নিয়ে আরেকবার রিয়ালকে জয়ের হাসি উপহার দিয়েছেন ভিনিসিয়ুস। তবে ডর্টমুন্ডের বিপক্ষে বার্নাব্যুতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যা করেছেন, আনচেলত্তির চোখে তা বিরল। তাছাড়া রিয়াল কোচ নিশ্চিত, এবারের ব্যালন ডি’অর ভিনির হাতেই উঠতে যাচ্ছে।

ম্যাচশেষে ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি, “আমি যা বলতে পারি, সেটা হলো- দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস যা করেছে, সেটা আসলে একজন খেলোয়াড়ের ক্ষেত্রে বিরল। কথাটা আমি শুধুমাত্র ওর তিন গোলের জন্য বলছি না। আমি বলছি কারণ হলো, ওর চারিত্রিক দৃঢ়তার জন্য। ও এককথায় অসাধারণ।”

এ কারণেই ব্যালন ডি’অর নিয়ে রিয়াল কোচের ঘোষণা, “আমি বলছি, ভিনিসিয়ুস জিততে যাচ্ছে (ব্যালন ডি’অর)। এটা শুধু এই রাতের পারফরম্যান্সের জন্য বলছি না, বলছি গত মৌসুমে তার পারফরম্যান্স বিচার করে। এই তিন গোল ইতিমধ্যে আগামী বছরের ব্যালন ডি’অরের গণনার মধ্যে পড়ে গেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত