সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে এসেছে ম্যানচেস্টার সিটি। তাদের জন্য এই ফল স্বস্তির। তবে রিয়াল মাদ্রিদের জন্য তিক্ত অভিজ্ঞতা হওয়ার কথা। যদিও মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠে ড্র করেও খুশি।
ম্যাচের পরতে পরতে ছড়ানো ছিল উত্তেজনা। রোমাঞ্চের সব উপাদান নিয়ে মঞ্চায়িত হয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মহারণ। তবে কেউ জিততে পারেনি। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রতে। ঘরের মাঠে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, দ্বিতীয় লেগে এই পারফরম্যান্স ধরে রাখলেই সেমিফাইনালে যেতে পারবে লস ব্লাঙ্কোস।
ম্যান সিটির সঙ্গে ড্রয়ের পর আনচেলত্তি বলেছেন, “কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় থাকতে চেয়েছিলাম (প্রথম লেগ শেষে), কিন্তু হয়নি। এরপরও আমরা সন্তুষ্ট। আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছি। যদি দ্বিতীয় লেগে এই ধারা ধরে রাখতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারব।”
কিন্তু অতীত ইতিহাস ভিন্ন কথা বলছে। বার্নাব্যুতে ড্র করে ম্যান সিটির বিপক্ষে হেরে যওয়ার উদাহরণ আছে গত মৌসুমেই। গতবার সেমিফাইনালে বার্নাব্যুর প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি। কিন্তু ইত্তিহাদের দ্বিতীয় লেগে তারা বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে।
আনচেলত্তি অবশ্য আশা খুঁজে নিচ্ছেন দলের মানসিক শক্তি দেখে। সিটিজেনদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও তারা দারুণভাবে ম্যাচে ফেরে। এরপর এগিয়েও যায়। আবার পিছিয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।