সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচের আগে পেপ গার্দিওলা জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির দ্বৈরথ রূপ নিয়েছে ধ্রুপদী লড়াইয়ে। ভুল বলেননি তিনি। কী অবিশ্বাস্য ও রোমাঞ্চকর এক ম্যাচের প্রদর্শনী হলো স্পেনের রাজধানীতে। প্রথম মিনিট থেকে উত্তেজনার যে ঢেউ উঠল, সেটি চলমান থাকল শেষ বাঁশি বাজা পর্যন্ত। যেখানে জয় হয়তো পাওয়া হলো না কোনও দলের, তবে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার মতো এক ম্যাচের দেখা মিলল।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল-ম্যান সিটি। ৬ গোলের থ্রিলারের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। ম্যাচের প্রথম ১৪ মিনিটেই হয়েছে ৩ গোল। সেই ধারা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে দুই দল।
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। অন্যদিকে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪বারের শিরোপাজয়ী রিয়াল। সাম্প্রতিক সময়ে দল দুটির মুখোমুখি লড়াই আমলে নিলে সান্তিয়াগো বার্নাব্যুতে বারুদে উত্তেজনার এক ম্যাচের প্রত্যাশা ছিল। প্রথম মিনিট থেসে সেই প্রত্যাশা পূরণেই যেন উঠে পড়ে লেগেছিলেন দুই দলের খেলোয়াড়রা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল। বার্নাব্যুকে স্তব্ধ করে দুর্দান্ত ফ্রি কিকে ম্যান সিটিকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। শুরুতে পিছিয়ে পড়ে ভড়কে যায়নি রিয়াল। বরং ফিরে এসেছে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে। শুধু সমতা নয়, ১৪ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে ফিল ফডেনের গোলে ম্যান সিটির সমতার পর ইয়োস্কো গাভারদিওলের লক্ষ্যভেদে মাদ্রিদে পিনপতন নীরবতা। রিয়াল যে আবার পিছিয়ে পড়ে! সেখান থেকে খুশির ঝরনাধারা বইয়ে রোমাঞ্চকর এক ড্র এনে দেন ফেদে ভালভার্দে।
শুরুর বাঁশির পর থেকেই বার্নাব্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জ্যাক গ্রিলিশকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অরেলিঁ চুয়ামেনি। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি কিকের দুর্দান্ত এক গোল করেন সিলভা। মিনিট কয়েক পর ব্যবধান দ্বিগুণ করতে পারতো সফরকারীরা, যদি ফডেন ও আর্লিং হলান্ড সুযোগ কাজে লাগতে পারতেন। তাদের সুযোগ নষ্টের বিপরীতে কাজের কাজ করে নিয়েছে রিয়াল। আচমকা এক আক্রমণ থেকে ১২ মিনিটে পেয়ে যায় আত্মঘাতী গোল। দূর থেকে নেওয়া কামাভিঙ্গার শট রুবেন দিয়াজের পায়ে লেগে দিকপাল্টে জড়িয়ে যায় জালে।
মিনিট দুয়েক পর বার্নাব্যুতে আবার খুশির নৃত্য। এবার রোদ্রিগোর লক্ষ্যভেদে রিয়ালের এগিয়ে যাওয়া। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে পারেনি। ফডেনের চমৎকার গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি। ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকানোর সাধ্য ছিল না রিয়াল গোলকিপারের। এরপর ৭১ মিনিটে সিটিজেনরা এগিয়ে যায় গাভারদিওলের লক্ষ্যভেদে। ফডেনের মতোই নেওয়া এক শটে সফরকারীদের এগিয়ে নেন এই ডিফেন্ডার।
যদিও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তাদের। হারের শঙ্কায় উদ্বিগ্ন বার্নাব্যুতে হাসি ফেরান ভালভার্দে। এই উরুগুইয়ান মিডফিল্ডারের লক্ষ্যভেদেই ড্র নিয়ে প্রথম লেগ শেষ করতে পেরেছে রিয়াল। এখন অপেক্ষা ১৭ এপ্রিল দ্বিতীয় লেগের। যেখানে কিছুটা হলেও এগিয়ে থাকবে রিয়াল। কারণ প্রতিপক্ষের মাঠে ড্র করে ঘরের মাঠের নামার অপেক্ষায় পেপ গার্দিওলার দল।