হতে পারত ‘এল ক্লাসিকো’। উন্মুক্ত ছিল মাদ্রিদ ডার্বি বা প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি-আর্সেনাল লড়াইয়ের পথও। কারণ সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে হওয়া চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র ছিল উন্মুক্ত।
তবে এল ক্লাসিকো হচ্ছে না চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে। সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ আটে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গতবার ট্রেবল জেতা পেপ গার্দিওলার দলের সঙ্গে এই ম্যাচটা রোমাঞ্চ ছড়াবে নি:সন্দেহে।
ড্রতে সবার আগে নাম উঠে আর্সেনালের। মিকেল আরতেতার দল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।
বার্সেলোনা খেলবে কিলিয়ান এমবাপ্পের পিএসজির সঙ্গে আর আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
This has to be the most balanced UCL draw ever. #UclDraw pic.twitter.com/m10voCX4Xf
— The Nomad Post. (@the_nomad_post) March 15, 2024
চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি-রিয়ালের মুখোমুখি হওয়াটা নিয়মিতই হচ্ছে এখন। এ নিয়ে টানা তৃতীয়বার মুখোমুখি দুই দল। ২০২১-২২ মৌসুমের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে রিয়াল জিতেছিল ৬-৫ ব্যবধানে। প্রথম লেগে ম্যানসিটি জিতে ৪-৩’এ আর ফিরতি লেগের নাটকীয় ম্যাচে রিয়ালের বাজিমাত ৩-১ গোলে।
গত মৌসুমেও তারা খেলেছিল সেমিফাইনালে। পেপ গার্দিওলার দল মধুর প্রতিশোধ নেয় দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে। প্রথম লেগ ড্র ছিল ১-১’এ। ফিরতি লেগে ম্যানসিটি ৪-০’তে বিধ্বস্ত করে কার্লো আনচেলোত্তির দলকে। এবার অবশ্য তাদের দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই।
বছর সাতেক আগে নকআউটে প্যারিসে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই ম্যাচের দ্বিতীয় লেগে রোমাঞ্চ ছড়িয়ে ন্যুক্যাম্পে পিএসজিকে মেসি, নেইমাররা হারান ৬-১’এ। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ সেটা। কিলিয়ান এমবাপ্পে পিএসজি অধ্যায় শেষ করার আগে এবার বার্সার সঙ্গে জিততে চাইবেন নিশ্চিত।
শুধু শেষ আট নয়, ফাইনালের গতিপথও আঁকা হয়ে গেছে এই অনুষ্ঠানে। ২০১৮-১৯ মৌসুম থেকে কোয়ার্টার ফাইনালের ড্রতেই সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ করার পথ তৈরি করা হচ্ছে। তাতে সেমিফাইনালেও ‘এল ক্লাসিকো’ হচ্ছে না।
আতলেতিকো-ডর্টমুন্ড ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে পিএসজি-বার্সা ম্যাচের জয়ী দলের সঙ্গে। আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জয়ী দল খেলবে রিয়াল-ম্যানসিটি ম্যাচের জয়ীদের সঙ্গে।
মুখোমুখি যারা
প্যারিস সেন্ত জার্মেই- বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
আর্সেনাল- বায়ার্ন মিউনিখ
আতলেতিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড