Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

১০ নম্বর জার্সিতে জোড়া গোল এমবাপ্পের

r5
[publishpress_authors_box]

লুকা মদরিচ রিয়াল ছাড়ায় ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন জার্সিতে সেই পুরোনো ছন্দেই ফরাসি তারকা। মৌসুমের একমাত্র প্রস্তুতি ম্যাচে ১০ নম্বর জার্সি পড়ে খেলে করেছেন জোড়া গোল। করেছেন একটি অ্যাসিস্টও।

এমবাপ্পের দ্যুতিতে মঙ্গলবার অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে জাবি আলনসোর দল। অপর দুটি গোল এদের মিলিতাও ও রোদ্রিগোর। রিয়াল ছাড়ার গুঞ্জন রয়েছে রোদ্রিগোর। তিনি গোল করার পরই ক্যামেরা তাক করা হয়েছিল কোচ জাবির দিকে! বুঝতে পেরে হাসি লুকাননি রিয়ালের নতুন এই কোচ।

ম্যাচ জুড়ে ৭৮ শতাংশ বলের দখল ছিল রিয়ালের। গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে তারা। স্বাগতিক দল টিরলো পোস্টে একটি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল সেটি তবে গোল পায়নি।

মিলিতাওকে অভিনন্দন জানাচ্ছেন এমবাপ্পে।

এমন সাফল্যেও ভিনিসিয়ুসের বিবর্ণ থাকাটা দুশ্চিন্তাই বাড়াবে জাবির। ৬২ মিনিটে তাকে তুলে রোদ্রিগোকে নামিয়েছিলেন তিনি। গোল করে আস্থার প্রতিদানও দিয়েছেন রোদ্রিগো।

দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রস থেকে করা হেডে রিয়ালকে এগিয়ে নেন মিলিতাও। ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার একাদশে নেমেই গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান। ১৩তম মিনিটে আরদা গুলের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

৫৯তম মিনিটে চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৮১তম মিনিটে এমবাপ্পের পাস পেয়ে কাছ থেকে বল জালে জড়ান রোদ্রিগো। গোলের পর তাকে আলিঙ্গন করেন এমবাপ্পে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত