সহজ জয়ের পথেই ছিল রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ৩-০ গোলে। সেই ম্যাচটাই তারা জিতল কঠিন করে। আলাভেস লড়াই করলেও শেষ পর্যন্ত লা লিগার ম্যাচটিতে রিয়াল জয় পায় ৩-২ ব্যবধানে।
রিয়ালের হয়ে একটি করে গোল লুকাস ভাসকেস, কিলিয়ান এমবাপ্পে ও রোদ্রিগোর। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এটা ছিল রিয়ালের হয়ে দুই মেয়াদে কোচ কার্লো আনচেলোত্তির ৩০০তম ম্যাচ। জয়েই উপলক্ষ্যটা রাঙালেন তিনি। ৩০০ ম্যাচে আনচেলোত্তির জয় ২১৬, ড্র ৪৫ আর হার ৩৯টি।
এই ৩০০ ম্যাচের ১৯৬টি লা লিগায় (শিরোপা দুটি), ৬৪টি চ্যাম্পিয়নস লিগে (শিরোপা ৩টি), ২৪টি কোপা দেল রেতে (শিরোপা দুটি), ৮টি স্প্যানিশ সুপার কাপে (শিরোপা ২টি), ক্লাব বিশ্বকাপে ৪টি (শিরোপা ২টি) আর ৩টি উয়েফা সুপার কাপে (শিরোপা ৩টি)। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৬০৫ ম্যাচ কোচিংয়ের কীর্তি মিগুয়েল মুনোজের।
আলাভেসের বিপক্ষে জয় পাওয়ায় লা লিগায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত রইল রিয়াল। নিজেদের ইতিহাসে এটা রিয়ালের টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। লা লিগায় টানা সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা বার্সেলোনার (২০১৭-১৮)।
রিয়াল এগিয়ে গিয়েছিল প্রথম মিনিটেই। ফ্রি কিক থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নেন লুকাস ভাসকেস। ২২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয় গোল।
জুড বেলিংহামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ওয়ান টু ওয়ান খেলে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লা লিগায় সাত ম্যাচে তার গোল পাঁচটি। ৪৮ মিনিটে ভাসকেসের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান রোদ্রিগো।
৮৫ ও ৮৬ মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল আলাভেস। নিজেদের সীমানায় তারা পজেশন হারালে আলগা বল ধরে বাঁকানো শটে ৮৫ মিনিটে গোল করেন কার্লোস বেনাভিদেস। পরের মিনিটে আবারও গোল এনরিকে গার্সিয়ার। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা।
৬৯ মিনিটে বদলি নামা এনদ্রিক লাল কার্ড দেখতে পারতেন বল ছাড়াই সান্তিয়াগো মরিনোকে ফাউল করলে। কিন্তু সে যাত্রায় বেঁচে যান তিনি, যা নিয়ে আলাভেস কোচ গার্সিয়া প্লাজার ক্ষোভ, ‘‘লাল কার্ড ছিল ওটা। শেষ ১০ মিনিট আমরা খেলতে পারতাম ১০ জনের রিয়ালের বিপক্ষে। রেফারি এটা না দেখলে ভিএআর ছিল কেন?’’
এ নিয়ে কার্লো আনিচেলোত্তি জানালেন, ‘‘আমি মন্তব্য করব না, কারণ ওটা আমি দেখিনি। এমনকি রিপ্লেও দেখিনি।’’