Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ছয় শিরোপায় ইতিহাস চার তারকার

ডড২য
[publishpress_authors_box]

একটা সময় চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৯২ সালে নাম বদলে টুর্নামেন্টটা হয় চ্যাম্পিয়নস লিগ। ১৯৫৫-৫৬ থেকে ১৯৬৫-৬৬ পর্যন্ত রিয়ালের হয়ে রেকর্ড ৬টি ইউরোপিয়ান কাপ জয়ের নজির ছিল পাকো হেন্তোর।

একটা সময় মনে হচ্ছিল এই রেকর্ড ভাঙা পরের কথা, এর ধারে কাছেও যেতে পারবেন না কোনও খেলোয়াড়। গত এক দশকে দাপুটে ফুটবলে অঙ্কটা বদলে দিয়েছে রিয়াল। এই সময় রিয়ালের সাফল্যে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন একটা প্রজন্ম।

তাতেই হেন্তোর রেকর্ডটা ৫৮ বছর পর স্পর্শ করলেন রিয়ালের চতুষ্টয় লুকা মদরিচ, টনি ক্রুস, নাচো এবং দানি কারভাহাল। এই চারজনই জিতলেন ছয়টি করে চ্যাম্পিয়নস লিগ।

ক্রিস্তিয়ানো রোনালদো, কাসেমিরো ও করিম বেনজেমা ৫টি করে চ্যাম্পিয়নস লিগ জিতে ছেড়েছেন ইউরোপিয়ান ফুটবল। রোনালদো ও বেনজেমা এখন খেলছেন সৌদি প্রো লিগে। কাসেমিরো যোগ দিয়েছেন ম্যানইউতে। রোনালদো রিয়ালের হয়ে ৪টি আর ম্যানইউর পক্ষে জিতেছিলেন একটি শিরোপা। বেনজেমা ও কাসেমিরোর ৫ শিরোপাই রিয়ালের হয়ে।

৫টি করে চ্যাম্পিয়নস লিগ জেতা লুকা মদরিচ, টনি ক্রুস, নাচো এবং দানি কারভাহালরা ছেড়ে যাননি রিয়াল মাদ্রিদ। তাতেই ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড গড়লেন তারা। মদরিচ আর কারভাহাল আবার এর আগে জিতেছিলেন পাঁচটি করে ফাইনাল। এবার জিতলেন ছয়টি। ক্রুস ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতলেও ফাইনাল খেলেছেন পাঁচটি।

বায়ার্ন মিউনিখের হয়ে ২০১২–১৩ মৌসুমের ফাইনাল খেলতে পারেননি চোটের জন্য।  আর রিয়াল অধিনায়ক নাচো আগের জেতা ছয়টি চ্যাম্পিয়নস লিগের মধ্যে ফাইনাল খেলেছিলেন কেবল ২০১৮ ও ২০২৪ সালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত