Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

রামোসের বার্নাব্যু ফেরার ম্যাচে মডরিচ জাদু

m111111111111
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সের্হিয়ো রামোসের জন্য ম্যাচটা ছিল আবেগের। ১৬ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর ২০২১ সালে ছেড়ে যান প্রিয় ক্লাব। সেভিয়ার হয়ে প্রিয় মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন কাল (রবিবার)।

রামোসকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন তার পুরোনো সতীর্থরা। করতালি দিয়ে স্বাগত জানান দর্শকরাও। এর মাঝে নিজের জাত আরও একবার চেনালেন লুকা মডরিচ। ৩৮ বছর বয়সী ক্রোয়েশিয়ার এই তারকাকে নিজের কোচিং প্যানেলে আসার প্রস্তাব দিয়েছেন কার্লো আনচেলোত্তি। সেই মডরিচের গোলেই সেভিয়াকে ১-০’তে হারিয়ে লা লিগার শীর্ষস্থানটা সুসংহত করল রিয়াল।

সেভিয়ার পোস্টে রিয়াল শট নিয়েছিল ১৬টি। বলের পজেশন ৬৩.৭ শতাংশ। তবু গোলটাই পাচ্ছিল না রিয়াল। গোলরক্ষক ওরজান নিল্যান্ড করছিলেন অসাধারণ সব সেভ।

৭৫ মিনিটে আনচেলোত্তি মাঠে নামান মডরিচকে। ৬ মিনিট পরই চোখ জুড়ানো গোলে ম্যাচের ব্যবধান গড়ে দেন এই ক্রোয়াট কিংবদন্তি।

বক্সের বাইরে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে মডরিচ নেন আগুনে শট। ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

https://twitter.com/AdriRM33/status/1761874764367265861

ম্যাচ শেষে নিজের গোল নিয়ে সন্তুষ্টি ঝড়ল মডরিচের কণ্ঠে, ‘‘আপনারা প্রতি দিন ঘণ্টার পর ঘণ্টা আমাকে গোলে শট নেওয়ার অনুশীলন করতে দেখেন। ফুটবলে আপনাকে শট নিতেই হবে। এরকম একটা শটই কাজে লাগল এই ম্যাচে। তিনটা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ বার্সেলোনা ব্যবধান কমিয়ে আনছিল আমাদের সঙ্গে। আমরা প্রমাণ করেছি যে কখনোই হাল ছাড়িনি। এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ।’’

লা লিগায় টানা ২০ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল। লা লিগায় সর্বশেষ তারা ম্যাচ হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে। ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে লা লিগার শীর্ষে। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো আছে তিনে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত