Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আনুষ্ঠানিক ঘোষণায় এমবাপ্পে এখন রিয়ালের

এমবাপ্পে-৩
[publishpress_authors_box]

প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার ঘোষণা নিজেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও নতুন ঠিকানা কোথায় হচ্ছে, সেটি গোপন রেখেছিলেন। ইউরোপিয়ান মিডিয়ায় অবশ্য অনেক আগে থেকেই বলা হচ্ছিল, ফরাসি তারকা যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসছিল না। অবশেষে ইতি টানা হলো এমবাপ্পে-রিয়ালের দলবদলের গল্প । মাদ্রিদের ক্লাব থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, বিশ্বকাপজয়ী তারকা এখন তাদের।

বাংলাদেশ সময় সোমবার (৩ জুন) রাতে রিয়াল থেকে জানানো হয়েছে, নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিচ্ছেন এমবাপ্পে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে ইউরোপ চ্যাম্পিয়নরা জানিয়েছে, “রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। আগামী পাঁচ মৌসুমের জন্য তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।”

এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে বরণ করে নেওয়া হবে।

গত শনিবার ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। সেই উৎসবের মাঝে আরেকটি খুশির খবর পেল লস ব্লাঙ্কোস সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে পাচ্ছে তারা। যে খেলোয়াড়ের জন্য কয়েক’শ মিলয়ন ইউরোর প্রস্তাব, এমনকি এই রিয়াল পর্যন্ত ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছিল, সেই খেলোয়াড়কে এবার তারা ঘরে তুলল ফ্রি ট্রান্সফারে!

চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে ফরাসি তারকার। গত মে মাসে তিনি জানিয়েছিলেন, প্যারিসের ক্লাবের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। ফলে মৌসুম শেষে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় এই তারকা খেলোয়াড়ের জন্য কোনও অর্থই পেল না পিএসজি।

যদিও গল্পটা ভিন্ন হতে পারতো। কারণ এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহ আজ থেকে নয়। পার্ক ডু প্রিন্সেসে তিনি যোগ দেওয়ার পর থেকে মাদ্রিদের অভিজাতরা পাখির চোখ করে রেখেছিল তার ওপর। দলবদল এলেই শোনা গেছে তার সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার গুঞ্জন। ২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলে তো চুক্তি হয়েই গিয়েছিল প্রায়। কিন্তু শেষ মুহূর্তে এমবাপ্পের ইউ-টার্নে আর মিলন হয়নি দুই পক্ষের।

সেসময় রিয়াল মাদ্রিদের প্রস্তাবটাও ছিল লোভনীয়। কিন্তু কাতারি মালিকানার পিএসজি তাদের সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি হয়নি। দুই বছর পর ঠিকই এমবাপ্পে রিয়ালে যোগ দিলেন, তবে বিনা ট্রান্সফার ফি’তে।

ইউরোপিয়ান মিডিয়ার খবর, সান্তিয়াগো বার্নাব্যুতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হচ্ছেন এমবাপ্পে। বছরে কর বাদে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত