Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আঠারোতেই বিয়ে করলেন এনদ্রিক

৫ বছরের বড় গাব্রিয়েলে মিরান্দাকে বিয়ে করেছেন এনদ্রিক। ছবি: এক্স
৫ বছরের বড় গাব্রিয়েলে মিরান্দাকে বিয়ে করেছেন এনদ্রিক। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বয়স ৩৯ পেরিয়ে গেছে। এখনও বিয়ে করেননি ক্রিস্তিয়ানো রোনালদো। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসকে কবে বিয়ে করবেন, নিশ্চিত নয়। শুধু তিনি নন, ইউরোপিয়ান ফুটবলে বেশিরভাগ খেলোয়াড়ই বান্ধবীকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে সময় নেন। একে অপরকে বুঝতে বছরের পর বছর পেরিয়ে যায়। এই তত্ত্বে সম্ভবত বিশ্বাসী নন এনদ্রিক। কারণ পরিচয়ের এক বছর না হতেই প্রেমকে বিয়েতে পরিণতি দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হয়েছে এনদ্রিকের। প্রাপ্ত বয়স্ক হওয়ায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে যোগ দিতে পেরেছেন রিয়াল মাদ্রিদে। ইউরোপিয়ান ফুটবল উত্তাপে গা মাখিয়েই ৫ বছরের বড় গাব্রিয়েলে মিরান্দাকে বিয়ে করলেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান মডেলকন্যার সঙ্গে সম্পর্ক খুব বেশি দিনের নয় তার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবর, এনদ্রিক-মিরান্দার সম্পর্কের বয়স এক বছরও হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিরান্দা। ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি ফলোয়ার তার। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মেই এনদ্রিকের সঙ্গে বিয়ের খবর দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল। তিনি লিখেছেন, “ম্যাথু ১৯:৬, তাই তারা আর দুই নয়, বরং এক দেহ। ঈশ্বর যা একত্র করেছেন তা কেউ আলাদা করতে পারে না। অবশেষে আমরা বিয়ে করলাম।”

এবারের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এনদ্রিক। মাদ্রিদেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০২২ সালের ডিসেম্বরে এনদ্রিকের ব্যাপারে পালমেইরাসের সঙ্গে চুক্তি করে রিয়াল। কিন্তু ১৮ পূর্ণ না হওয়ায় ব্রাজিলেই ছিলেন এবারের গ্রীষ্মের আগ পর্যন্ত। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে অভিষেকেই গোল করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত