ক্রিস্তিয়ানো রোনালদোর তিনি অন্ধভক্ত। ছোটবেলার যখন ফুটবলে লাথি মারতেন, মনের কোণে উঁকি দিত রোনালদোর ড্রিবল কিংবা বুলেট গতির শট। যে ঘরে থাকতেন, সেটির সব দেয়ালে লাগানো থাকতো পর্তুগিজ যুবরাজের পোস্টার। রোনালদো তখন রিয়ালে খেলতেন বলে মাদ্রিদের ক্লাবটিও ছিল ভীষণ পছন্দের। একসময় ভালোবাসার রূপ নেয় সেটি। এই কথাগুলো কিলিয়ান এমবাপ্পে গোপন করেননি। সবসময়ই বলে এসেছেন, রিয়াল তার স্বপ্নের দল।
এখন সেই দলেরই খেলোয়াড় এমবাপ্পে। রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায় পাঁচ বছরের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের ছাপ রাখতে যাচ্ছেন ফরাসি তারকা। এই উপলক্ষে এমবাপ্পে নিজে চুপ করে বসে থাকেন কী করে! সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করে আরেকবার জানিয়ে দিলেন, রিয়াল মাদ্রিদ তার কাছে কী।
যে স্বপ্ন ছোটবেলার দেখেছেন, সেটি সত্যি হয়েছে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে ভীষণ খুশি ও গর্বিত। কেউ বুঝবে না এখন আমি কতটা উত্তেজিত।”
রিয়াল সমর্থকদের সামনে আসতে যেন তর সইছে না তার, “মাদ্রিদিস্তাস, তোমাদের দেখার অপেক্ষায় থাকতে পারছি না। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ!”
এত নাটকের পর এমবাপ্পেকে ঘরে তোলা গেছে। বলার অপেক্ষা রাখে না বিশাল আয়োজনে তাকে বরণ করবে রিয়াল ও দলটির সমর্থকরা। মাদ্রিদের ক্লাব থেকে কিছু জানানো না হলেও স্প্যানিশ মিডিয়ার খবর, এ সপ্তাহেই রিয়ালের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে।