মাঠে নামলেই বর্ণবাদের শিকার হচ্ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেটা সেভিয়া, বার্সেলোনা কিংবা মাদ্রিদে আততেলিকো সমর্থকদের আক্রমণে। কান্নায় ভেঙে পড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দুঃখে-কষ্টে স্পেন ছেড়ে যাওয়ার চিন্তাও করেছিলেন। কঠিন সময়ে তিনি সবসময় পাশে পেয়েছেন ক্লাব রিয়াল মাদ্রিদ ও সতীর্থদের। নতুন মৌসুমে বর্ণবাদ ঠেকাতে আরও বড় পরিকল্পনা তাদের। বর্ণবাদী আক্রমণ হলেই খেলা বাদ দিয়ে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ।
আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেছেন, “ক্লাবে এই বিষয়টা (বর্ণবাদ) নিয়ে আমাদের প্রায় সময় কথা হয়। শুধু আমি নই, সব খেলোয়াড়ই বলেছে, যদি আবার এমনটা ঘটে (বর্ণবাদী আক্রমণ) তাহলে প্রত্যেকে মাঠ ছেড়ে চলে যাবে। তাতে করে যেসব মানুষ আমাদের অপমান করতে চায়, তাদের বড় শাস্তি দেওয়া যাবে।”
ফুটবলে বর্ণবাদ ঠেকাতে ফিফা কিংবা মহাদেশীয় ফুটবল সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। তারপরও বর্ণবাদী আক্রমণ ঠেকানো যাচ্ছে না। নিকট অতীতে সবচেয়ে বেশি এটির শিকার হয়েছেন ভিনিসিয়ুস। লা লিগা কর্তৃপক্ষ এজন্য অপরাধীদের শাস্তিও দিয়েছে। ২০২৩ সালের মে মাসে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদের ঘটনায় তিনজনকে জেলের শাস্তি দেওয়া হয়।
ভ্যালেন্সিয়ার ওই ম্যাচের ঘটনা সামনে এনে ভিনিসিয়ুস বলেছেন, “ভ্যালেন্সিয়ায় যেটা ঘটেছে, ওই ম্যাচের পর আমরা সবাই বলাবলি করেছিলাম- সবচেয়ে ভালো হতো মাঠ ছেড়ে চলে এলে। কিন্তু এখানে আপনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন, আর এখানে স্টেডিয়ামের সবাই বর্ণবাদের সঙ্গে জড়িত নয়। তারা স্টেডিয়ামে এসেছে শুধু খেলা দেখার জন্য।”
তবে নতুন মৌসুমে নতুন সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। লা লিগা কিংবা স্প্যানিশ সরকারের শাস্তির অপেক্ষায় থাকবেন না তারা। বর্ণবাদের ঘটনা ঘটলেই খেলা বাদ দিয়ে মাঠ ছেড়ে যাবেন।