Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

গোলে ফিরলেন এমবাপ্পে জিতল রিয়াল

embappe
[publishpress_authors_box]

এমন একটি দিনের অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ। দলের দুই সেরা তারকা জ্বলে উঠবেন একসঙ্গে গোল করবেন। গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে গোল করলেন। রিয়াল জিতল ২-০ গোলে।

প্রথমার্ধেই জোড়া গোল পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয়টি বেশি সুন্দর ছিল। মাঝ মাঠ থেকে বাম প্রান্তে থাকা এমবাপ্পেকে পাস দেন বেলিংহাম। থ্রু পাস ধরে, একজনের বাধা এড়িয়ে অনেক দূর থেকে নেওয়া বুলেট শটে গত অক্টোবরের পর প্রথম গোল করেন তিনি।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। সেই চাপ এই গোলে অবশ্যই কাটবে। পেনাল্টি মিসের সেই স্মৃতি আছে বলেই গেতাফের সঙ্গে তাকে পেনাল্টি নিতে দেখা গেল না। প্রথম গোল স্পটকিক থেকে দলকে উপহার দিয়েছেন বেলিংহাম।

৭২তম মিনিটে ফেদে ভালভের্দের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে না ঠেকালে রিয়ালের ব্যবধান বাড়তে পারত আরও।

এ জয়ে টানা তৃতীয় ম্যাচে বার্সেলোনার সঙ্গে দুরত্ব কমালো রিয়াল। দুই দলের পয়েন্টের ব্যবধান এখন  মাত্র ১। ১৫ ম্যাচে শীর্ষে থাকা বার্সার ৩৪ আর এক ম্যাচ কম খেলা রিয়ালের ৩৩। নিজেদের হাতে থাকা এক ম্যাচে জিতলে বার্সার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে রিয়ালের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত