উগান্ডার হয়ে প্যারিস অলিম্পিক ম্যারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা চেপতেগুই। উগান্ডার অ্যাথলেট হলেও তিনি থাকেন পাশের দেশ কেনিয়ায়। সেখানেই গত ১ সেপ্টেম্বর
প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমার দেওয়া আগুনে ঝলসে গিয়েছিল রেবেকার শরীরের প্রায় ৮০ শতাংশ।
সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল রেবেকাকে। স্থানীয় সময় আজ ভোর ৫টায় তাকে দেখভালের দায়িত্বে থাকা এক নার্স নিশ্চিত করেন রেবেকা চেপতেগুইয়ের মৃত্যুর খবর।
উগান্ডা অলিম্পিক কমিটি শোক জানিয়েছে রেবেকার মৃত্যুতে। সংস্থাটির সভাপতি ডোনাল্ড রুকারে এক্সে লিখেছেন, ‘‘রেবেকা চেপতেগুইয়ের দুঃখজনক মৃত্যুর খবর জেনেছি। ওর প্রেমিক তাকে জঘন্যভাকে আক্রমণ করেছিল। এটা কাপুরুষোচিত ও বিবেকহীন কাজ। আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম, কেউ ভুলবে না তাকে।’’
কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে পাঁচ লিটারের জেরি ক্যান পাওয়ার কথা। রেবেকার প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছিলেন।