সিরিয়ার বিদ্রোহীরা এবার দেশটির রাজধানী দামেস্কও দখলের নেওয়ার দাবি করেছে। তারা বলছে, দামেস্ক এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে।
বিবিসি জানিয়েছে, এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুই যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে সিরিয়াকে মুক্ত করারও দাবি করেছে বিদ্রোহীরা।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিদ্রোহীরা বলছে, আসাদ বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে সিরিয়া ছেড়েছেন।
গত ২৭ নভেম্বর থেকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব থেকে দক্ষিণে অগ্রসর হয়। গত রবিবার তারা আলেপ্পো দখল করে। এরপর বৃহস্পতিবার তারা দখল করে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হামা।
এরপর শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেশটির দেরা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। ১৩ বছর আগে ২০১১ সালে এই দেরা শহরেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়েছিল।
এর আগে শুক্রবার রাতে বিদ্রোহীরা দাবি করে, তারা মধ্যাঞ্চলীয় হোমস শহরের প্রান্তেও পৌঁছে গেছে, যা রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থল।
অন্যদিকে, শুক্র ও শনিবার দেইর আল-জোর এবং দেরা দখল করে নেয় সেখানকার স্থানীয় বিদ্রোহীরা। এরা সকলেই এইচটিএসের নেতৃত্বাধীন নতুন বিদ্রোহী জোটের অংশ।
এরপর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্কও দখলে নেওয়ার দাবি করল বিদ্রোহীরা।
সিরিয়অর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব ঘাঁটিতে দীর্ঘদিন আটকে থাকা বিদ্রোহীরা সেখান থেকে বেরিয়ে যেভাবে দ্রুত গতিতে দেশটির বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানীও দখলে নিল, তাকে বিস্ময়কর সাফল্য হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
তারা বলছে, সিরিয়ার প্রধান মিত্র শক্তিগুলো নিজ নিজ লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ার সুযোগেই বিদ্রোহীরা জোট বেধে সরকারি বাহিনীর ওপর চড়াও হয়। আর তাদের সম্মিলিত ও আকস্মিক আক্রমণের মুখে টিকতে না পেরে সর্বত্রই পিছু হটতে হয় সরকারি বাহিনীকে।
‘আসাদ সরকারের শাসন শেষ হয়েছে’
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্বের পর্যায় থেকে বাহিনীর কর্মকর্তাদের বার্তা দেওয়া হয়েছে।
এর আগে দুই সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিদ্রোহীদের দামেস্কে ঢুকে পড়ার খবরে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বিদ্রোহীরাও জানিয়েছে, তারা দামেস্কে ঢোকার সময় রাজধানীতে সেনাবাহিনী ছিল না।
বাধাহীনভাবে গাড়িতে করে হাজার হাজার বিদ্র্রোহীকে দামেস্কের ঢুকে উল্লাস করতে এবং বাশার আল আসাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া সিরিয়াকে ’মুক্ত’ করা হয়েছে বলেও স্লোগান দিতে দেখা গেছে বিদ্রোহীদের।