দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছিল সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। মাস শেষ না হতেই একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগে আট জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এক দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২১ জন, যা চলতি বছরের রেকর্ড। এর আগে গত ২৬ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৯২৬ জন রোগী ভর্তির কথা জানিয়েছিল অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য বলছে, মৃত আট জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হলো ১৫৮ জনের আর এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট হাসপাতালে ভর্তি হলো ২৯ হাজার ৭৮৬ জন।
কেবল সেপ্টেম্বরেই মারা গেছে ৭৫ জন, হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৯৪৫ জন।
আগের মাসে অর্থাৎ আগস্টে রোগী ছিল ছয় হজাার ৫২১ জন আর মৃত্যু হয়েছিল ২৭ জনের। সে হিসেবে আগের মাসের চাইতে দ্বিগুণেরও বেশি রোগী আর মৃত্যু হলো তিন গুণের কাছাকাছি বেশি।
অধিদপ্তর জানাচ্ছে, সবশেষ মৃত আট জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মৃত্যু হয়েছে পাঁচজনের, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২২৮ জন এই এলাকার।
বাকি তিন মৃত্যুর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল আর খুলনা বিভাগের একজন করে।
মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ আর তিনজন নারী। এদের সবার বয়স ১১ থেকে ৮০ বছরের মধ্যে।