ক্যাপ্টেন আমেরিকা ফিরছে এক নতুন রূপে! মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স-এর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ক্রিস ইভান্স নয় ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় আসবেন অ্যান্থনি ম্যাকি।
মার্ভেলের সিনেমাগুলি সবসময় দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসে, কিন্তু একই সাথে আগের সিক্যুয়েলের ধারাবাহিকতাও বজায় রাখে।
রোববার রিলিজ হওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেইভ নিউ ওয়ার্ল্ড’-এর ট্রেইলার দেখে মনে হচ্ছে এবারও দর্শকরা সেই ধারাবাহিকতা এবং নতুনত্বের মিশেল খুঁজে পাবে।
এর আগে ম্যাকি ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ‘ফ্যালকন’ হিসেবে দেখা যায়।
ম্যাকি পরে ডিজনি প্লাস-এর সিরিজ ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ -এ প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়।
দুই মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা যায় ‘রেড হাল্ক’এর বিরুদ্ধে লড়াই করতে।
থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস চরিত্রে দেখা গেছে দুঁদে অভিনেতা হ্যারিসন ফোর্ডকে।
নতুন ‘ফ্যালকন’ চরিত্রে দেখা যাবে ড্যানি রামিরেজকে। তবে দর্শকদের চাহিদা থাকলেও এবারও আয়রনম্যানকে ফিরিয়ে আনেনি মার্ভেল।
ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে ট্রেইলারটি উন্মোচন করা হয়, যেখানে ম্যাকি এবং রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন।
ট্রেইলারে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান।
তবে স্যাম উইলসন (অ্যান্থনি ম্যাকি) দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প।
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেইভ নিউ ওয়ার্ল্ড’ দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।