সাম্বার ছন্দ ছিল না ব্রাজিলের ম্যাচে। তারপরও কলম্বিয়াকে হারানোর সুযোগ এসেছিল ভিনিসিয়ুসদের সামনে। রাফিনিয়ার ফ্রিকিক থেকে শুরুতে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে পেনাল্টির জোরালো দাবি ছিল তাদের। মুনোজেসের ট্যাকলে ভিনিসিয়ুস বক্সে পড়ে গেলেও পেনাল্টি দেননি রেফারি।
‘গ্লোবোতে’ রেফারিং বিশেষজ্ঞ পিসি অলিভিয়েরা জানিয়েছেন পেনাল্টি না দেওয়াটা রেফারির ভুল সিদ্ধান্ত, ‘‘ভিনিসিয়ুস জুনিয়র বলে পা লাগিয়েছিল। তখন মুনোজেসের ফাউলটা ছিল জঘন্য। পরিষ্কার পেনাল্টি এটা। এখানে অন্যায় করা হয়েছে। ভিএআরের এখানে রিভিউ করা উচিত ছিল।’’
-Ref didn’t give a clear pen for brazil
— 🐐 (@winigoat7) July 3, 2024
-Colombia scored to equalize the score
Copa is fixed for Argentina to win pic.twitter.com/ycVZpSBU5w
এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়রও, ‘‘তখন ব্যবধান ২-০ হতে পারত। অথচ এরপর আমরা গোল হজম করলাম। এটাই ব্যবধান গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু রেফারি আর ভিএআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। ক্ষতি হয়েছে ব্রাজিলের। ঘটনাটা ঘটেছে, কেউ তৈরি করেনি।’’
রাফিনিয়া ১২ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলকে। এটা ছিল ২০১৯ সালের ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফিলিপে কৌতিনিয়োর পর ফ্রিকিকে ব্রাজিলের প্রথম গোল। এর মধ্যে কেটে গেছে ১৬৮৭ দিন আর ব্রাজিল খেলেছে ৪৮ ম্যাচ। আর কোপা আমেরিকায় ২৫ বছর পর সরাসরি ফ্রি কিক থেকে গোল পেল ব্রাজিল (সর্বশেষ ১৯৯৯,আর্জেন্টিনা)।
এতদিন পর ফ্রিকিকে গোল করে খুশি হলেও ম্যাচটা জিততে না পারায় হতাশ রাফিনিয়া, ‘‘প্রত্যাশিত ফলটা পাইনি। যেখান থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম, সেটাও হয়নি। চ্যাম্পিয়ন হতে চাইলে পরের রাউন্ডের প্রতিপক্ষ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। শিরোপার জন্য নিজেদের সেরাটা খেলার তৈরি থাকতে হবেক সবসময়।’’
ব্রাজিল যে সেরা ফুটবলটা খেলতে পারেনি মেনে নিলেন মার্কিনিয়োস, ‘‘আমাদের আরও উন্নতি করতে হবে। নিজেদের খেলাটা কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারিনি আমরা।’’
এই ম্যাচে গোল পাননি ভিনিসিয়ুস। উল্টো হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে তাকে ছাড়া খেলতে হবে ব্রাজিলকে।