বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : হারুন-অর-রশীদবৃষ্টি থেকে বাঁচতে পথে নামতে হয়েছে ছাতা হাতে। ছবি : হারুন-অর-রশীদকারও আবার ভরসা পলিথিনের ওপরই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোলা ছবি: হারুন-অর-রশীদবৃষ্টি কেটে গেলে ভ্যাপসা গরমও লাগছে। তবে বৃষ্টি বেশি হলে গরম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ছবি : হারুন-অর-রশীদ