Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে ছাত্রলীগ

ss-remal-26-5-24
[publishpress_authors_box]

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে ছাত্রলীগ। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রশাসনের সঙ্গে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সেল।

রবিবার সন্ধ্যা বা মধ্যরাতে উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটিগুলোকে এ বিষয়ক দিক নির্দেশনা দেওয়ার কথা নিশ্চিত করেছে এই সেল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আতিক ইসলাম রানাফ সকাল সন্ধ্যাকে বলেন, “এখন সময় একত্রিত হয়ে কাজ করার। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে একত্রে কাজ করব। এরই মধ্যে জেলা ইউনিটগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

রেমালের ক্ষতি কমাতে ঘূর্ণিঝড়প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সচেতনতামূলক প্রচারণা চালানো, শুকনো ও রান্না করা খাবার বিতরণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের।

রানাফ জানান, এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি নেতাকর্মীদের স্থানীয় প্রশাসনের কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত