ভুতুড়ে সাজের সঙ্গে এবার হ্যালোউইনে নানা চমক নিয়ে আসছে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল।
রাজধানীর গুলশানে এই পাঁচ তারকা হোটেলে পুরোদমে প্রস্তুতি চলছে।
উৎসবে ভুতুড়ে সাজসজ্জা তো থাকছেই; পাশাপাশি থাকবে বিশেষ অফার।
৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই ‘স্পুকি হ্যালোউইন’ উৎসব।
হোটেলের জিবিসি ক্যাফেতে অতিথিদের জন্য থাকছে বিশেষ ডেজার্ট, কেক, কফি এবং ফ্রাপের আয়োজন।
হোটেলের বাহার মাল্টিক্যুজিন রেস্টুরেন্টে ব্রাঞ্চ বুফে পাওয়া যাবে ৫,৭৯৯ টাকা এবং ডিনার ৭৯৯৯ টাকায়।
রুফটপ রেস্টুরেন্ট অতিথিদের পরিবেশন করবে মিক্সোলোজি ক্রিয়েশন আর হ্যালোউইনের বিশেষ মেন্যু।