Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দশ বছর কর অব্যাহতি পাবে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎকেন্দ্র

কক্সবাজারের কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎ প্রকল্প।
কক্সবাজারের কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎ প্রকল্প।
[publishpress_authors_box]

বেসরকারি খাতের নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোকে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রথম ১০ বছর বিভিন্ন হারে কর অব্যাহতি দেবে সরকার।  

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ কথা জানিয়েছে।

সেখানে জানানো হয়েছে, আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের মধ্যে উৎপাদনে যাওয়া নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলো প্রথম দশ বছর পর্যন্ত বিভিন্ন হারে কর অব্যাহতি সুবিধা ভোগ করবে।

এরমধ্যে প্রথম পাঁচ বছর পর্যন্ত তারা শতভাগ কর অব্যাহতি সুবিধা ভোগ করবে। পরবর্তী তিন বছর পর্যন্ত ৫০ শতাংশ এবং পরবর্তী ২ বছর ২৫ শতাংশ হারে কর অব্যাহতি পাবে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় বেসরকারি মালিকানা ও পরিচালনার (বিল্ড ওন অপারেট) ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদনে এই কর অব্যাহতি দেওয়া হবে।

তবে ‘প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ’ এর নির্ধারিত সব শর্ত পূরণ করে ওই বিদ্যুৎকেন্দ্রগুলোকে পরিচালিত হতে হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে এনবিআরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, “বেসরকারি খাতের নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে দেশে উদ্যোক্তা তৈরির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

“একইসঙ্গে আমাদের প্রধান উদ্বেগের একটি কারণ হয়ে উঠেছে পরিবেশ। তাই পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যেই এই কর অব্যাহতির নীতি গ্রহণ করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত