নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির সভাপতি হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।
ঢাকার রিপোর্টারদের সংগঠনটির ২০২৫ সালের নেতৃত্ব নির্বাচনে শনিবার দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যায় ফল ঘোষণা করেন এই নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান এম এ আজিজ।
সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন ৮০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সভাপতি মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫৪৮ ভোট। হেরে যাওয়া একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীন পেয়েছেন ৩৬৪ ভোট।
সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউ নেশনের সিনিয়র রিপোর্টার গাযী আনোয়ার। তিনি পেয়েছেন ৬৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমান গণি বাবুল পেয়েছেন ৫৯৫ ভোট।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন। তিনি পেয়েছেন ৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল পেয়েছেন ৬৪৪ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন (৫৫০), অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে রফিক রাফি (৬৮৩), নারীবিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী (৯০৭), প্রচার সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৮২), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরিফুল ইসলাম (৬৩২), ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান (৭৯৫), আপ্যায়ন সম্পাদকে পদে ছলিমউল্লাহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেন- জুনাইদ হোসাইন (জুনাইদ শিশির), আকতারুজ্জামান, বোরহান উদ্দিন, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম, সুমন চৌধুরী ও এস ইউ সেলিম।
এই নির্বাচনে সবচেয়ে বেশি ৯২৭ ভোট পেয়েছেন সদস্য পদে নির্বাচিত জুনাইদ শিশির।