দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা। প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধানদের পদত্যাগের খবর আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবাদ পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার এক জরুরি সিন্ডিকেট সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ক্যাম্পাসে রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ওই দিন সকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ, ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।