Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

ড. দিদার উল আলম
ড. দিদার উল আলম
[publishpress_authors_box]

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার সকালে ইমেইলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন উপাচার্য।

এ বিষয়ে জানতে টেলিফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

পদত্যাগপত্রে ড. দিদার উল আলম লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যোগদান করেন।

তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ থেকে পদত্যাগ করতে চান।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদের শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করতে শুরু করেন। কোথাও কোথাও শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করেন শিক্ষার্থীরা।

সেই সময় থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা নোবিপ্রবি উপাচার্য ড. দিদার উল আলম, উপ-উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকি, ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এমনকি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করলেও অন্যরা করেননি।

পরবর্তীতে ১৮ আগস্ট উপাচার্য দিদার উল আলমকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা।

এর দুইদিন পর উপচার্য পদত্যাগ করেছেন বলে খবর এল। তবে এখন পর্যন্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকি ও রেজিস্ট্রার জসিম উদ্দিন পদত্যাগ করেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আলজকি হোসেন বলেন, এখনও যেহেতু উপ-উপাচার্য ও রেজিস্ট্রার পদত্যাগ করেননি তাই তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত