Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

উত্তরায় রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ৭ জন জীবিত উদ্ধার

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ছবি : সকাল সন্ধ্যা
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টের ভেতর থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়।

এরপর উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ১০টি ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণী কাজে যোগ দেয়। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ২টা ২টা মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, বলা হয় খুদে বার্তায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে যায়। রেস্টুরেন্ট থেকে ফায়ার সার্ভিস ৭ জনকে জীবিত উদ্ধার করেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত